মুম্বই: ছুটি কাটিয়ে সদ্যই দেশে ফিরেছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি 'দীপভির', অর্থাত্ রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। গত ৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। সংবাদমাধ্যমে জল্পনা ছিল সেদিনই হয়তো বাগদান পর্ব সারবেন রণবীর-দীপিকা। মিডিয়ার সেই জল্পনা মিথ্যে হলেও, বাড়ির বউকে যে ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়, ডিপিকে তাঁর জন্মদিনে তেমনই কিছু উপহার দিয়েছেন রণবীরের বাবা-মা। একটি হীরের সেট এবং ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে। সেগুলো পেয়ে ডিপি স্বাভাবিক ভাবেই আহ্লাদে আটখানা।
সূত্রের খবর, দুজনের বাবা-মা এই বিয়ের ব্যাপারে অনুমতিও দিয়ে দিয়েছেন। এখন তারিখ, দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
শ্রীলঙ্কায় সম্প্রতি নিজের ৩২ তম জন্মদিন পালন করলেন দীপিকা। সেখানেই হাজির হয়েছিলেন রণবীর, ছিলেন তাঁর বাবা-মাও।
প্রসঙ্গত, কফি উইথ কর্ণের এক কথপোকথনে রণবীর দীপিকাকে 'ম্যারেজ মেটেরিয়াল' বলেও সম্বোধন করেন। আবার দীপিকার বাবা প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনও মেয়ের বিয়ের সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছেন। আপাতত শুধু চার হাত এক হওয়া বাকি।
শিগগিরই বিয়ে! জন্মদিনে রণবীরের বাবা-মা দীপিকাকে দিলেন হীরের গয়না, সব্যসাচীর শাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2018 03:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -