মুম্বই: তাঁদের এনগেজমেন্টের খবর হাওয়ায় ভাসছে ঠিকই। কিন্তু স্বীকার করা তো দূরের কথা, এ ব্যাপারে প্রশ্ন করলেই রেগে যাচ্ছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। শুক্রবার ইরফান খানের ‘মাদারি’-র স্ক্রিনিংয়ে রণবীর ও দীপিকাকে দেখা গেল এক সঙ্গেই। এক সাংবাদিক দীপিকাকে এনগেজমেন্ট নিয়ে প্রশ্ন করতেই খাপ্পা 'বাজিরাও' বললেন, লেটস গো। 'মস্তানি'ও থ্যাঙ্কস, বাই বলে টা টা করে চলে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার আগে ফিরে তাকিয়ে রণবীর যা বললেন, তার মর্মার্থ, যে সিনেমা দেখলেন তার সম্মান করুন, এ ধরনের আজেবাজে কথা বলবেন না। তারপর দীপিকাকে রওনা করিয়ে আবার ফিরে আসেন রণবীর। বলেন, য্যায়সে টাইপ কি ফিল্ম হ্যায়, তো আচ্ছে আচ্ছে সওয়াল করনা, মেরি রিকোয়েস্ট হ্যায় আপসে।



তবে দীপিকাকে বিদায় জানানোর আগে তাঁকে চুম্বন করতে অবশ্য রণবীর ভোলেননি।



এর অল্পদিন আগে দীপিকাও পরিষ্কার করে দেন, রণবীরকে এখনই বিয়ে করার তাঁর পরিকল্পনা নেই। তিনি বলেন, তিনি এখনই বিয়ে করছেন না, তিনি অন্তঃসত্ত্বা নন, এনগেজডও নন। এ ধরনের কোনওরকম পরিকল্পনা তাঁর আপাতত নেই বলে স্পষ্ট করে দেন তিনি।