কলকাতা: এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। এখনও দেশ ও বিদেশের একাধিক প্রেক্ষাগৃহে রমরম করে চলছে এই ছবি। আর এবার এই ছবির মুকুটে যুক্ত হল নতুন পালক। 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩'-এ প্রদর্শিত হতে চলেছে এই ছবি।
কর্ণ জোহর পরিচালিত ছবিটি ওপেন সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে এই ছবি। এটি বিভাগের পাঁচটি সিনেমার মধ্যে রয়েছে ফ্রান্সের 'ডগম্যান' এবং 'দ্য অ্যানিমেল কিংডম, জাপানের 'রিভলভার লিলি' এবং হংকংয়ের 'ওয়ান মোর চান্স' ও 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলির মধ্য়ে অন্য়তম। ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।এই বছর মোট ২৬৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুন...
'হিচকি' থেকে 'সুপার ৩০', একের পর এক ছবিতে দর্শকের মন জয় করেছে পর্দার যে শিক্ষকরা...
উল্লেখ্য়, যাঁরা বলিউড প্রেমী তাঁদের জন্য পারফেক্ট ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। কারণ এতে বলিউড ছবির সমস্ত উপাদান রয়েছে। রোম্যান্স, মশলা, ক্লাসিক হিন্দি ছবির ছোঁয়া, সবটাই যথাযথ। ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।
দর্শকরা জানবেন, কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। আর এই প্লটেই এগিয়েছিল ছবির গল্প।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial