কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। চলতি মাসের ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'। তাই ছবির প্রচার তুঙ্গে। সম্প্রতি ছবির প্রচারে গুজরাতের ভাদোদরায় গিয়েছিল ছবির টিম। আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন আলিয়া ভট্ট। এদিন অভিনেত্রীকে দেখা গেল গোলাপি রঙের শাড়িতে। অন্য়দিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রাখলেন গোটা অনুষ্ঠান। তাঁদের দেখতে ছিল চোখে পড়ার জনসমাগম।
উল্লেখ্য়, এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভট্টর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।
আরও পড়ুন...
ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?
সম্প্রতি, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়।
উল্লেখ্য়, এই ছবির মূল চরিত্রে বলা চলে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি (love story)। রানধাওয়া (Randhawa) ও চট্টোপাধ্যায় (Chatterjee) পরিবারের মধ্যে টক্করের গল্প বলবে এই ছবি।
কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এই বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial