কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। চলতি মাসের ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'। তাই ছবির প্রচার তুঙ্গে। সম্প্রতি ছবির প্রচারে গুজরাতের ভাদোদরায় গিয়েছিল ছবির টিম। আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন আলিয়া ভট্ট। এদিন অভিনেত্রীকে দেখা গেল গোলাপি রঙের শাড়িতে। অন্য়দিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রাখলেন গোটা অনুষ্ঠান। তাঁদের দেখতে ছিল চোখে পড়ার জনসমাগম।



উল্লেখ্য়, এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভট্টর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। 


আরও পড়ুন...


ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial