অভ্যাগতদের তাঁরা উপহার দিয়েছেন রূপোর জল করা দুর্দান্ত ফটোফ্রেম। হাতির দাঁত ও সোনালি রঙের বাক্সে প্যাক করে দেওয়া হয়েছে। ফ্রেমের মধ্যে ছবির জায়গায় রয়েছে দীপিকা-রণবীরের হাতে লেখা থ্যাঙ্ক ইউ নোট।
সঙ্গে দেওয়া হয়েছে মিষ্টি ও হাতে তৈরি বালা।
২৮ তারিখ মুম্বইতে দীপিকা-রণবীরের রিসেপশন পার্টি। এরপর ১ ডিসেম্বরও তাঁদের আলাদা করে রিসেপশন পার্টি দেওয়ার ইচ্ছে, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বলিউডের সহকর্মীদের নিয়ে।