বেপরোয়া গাড়ি চালানোয় এক ব্যক্তিকে তিরস্কার রণবীরের, তিনি আনলেন হেনস্থার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2018 04:54 PM (IST)
রণবীরকে নিয়ে কাজ করতে উত্সাহী প্রায় সব পরিচালক। এবার কবীর খানের সিনেমাতেও দেখা যেতে পারে তাঁকে।
মুম্বই: রণবীর সিংহকে সাধারণত খারাপ মেজাজে দেখা যায় না। তাঁকে সবসময়ই হাল্কা মেজাজে দেখা যায়, যেখানে প্রাণের স্পন্দন বর্তমান। কিন্তু সম্প্রতি এক ব্যক্তির ওপর প্রকাশ্যে ফুঁসে উঠলেন রণবীর। দোষটা অবশ্যই সেই ব্যক্তির। প্রসঙ্গত, এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও আপলোড করেন। সেখানে রণবীরের বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ এনেছেন সেই ব্যক্তি। সেই ব্যক্তি টুইটারে লেখেন, তাঁর পরিবারের সামনে তাঁকে হেনস্থা করেছেন রণবীর। রণবীর সেই ব্যক্তির ওপর চেঁচিয়ে উঠে বলেছেন, আপনি কি পাগল.... সূত্রের খবর, সেই ব্যক্তিটি এতটাই বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল যে রণবীরের সঙ্গে তাঁর ধাক্কা লেগে যায়। রণবীর লক্ষ্য করে দেখেন, গাড়ি চালানোর সময় ওই ব্যক্তি মোবাইলে ব্যস্ত ছিলেন। তার জেরে এক চিলতের জন্যে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যায়। দেখুন সেই ভিডিওটি,