মুম্বই: গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের জয়েন্ট-আইআইটির কোচিং দেওয়ার জন্য আনন্দ কুমারের শুরু করা কোচিং প্রোগ্রাম ‘সুপার-৩০’ তাঁকে শুধুমাত্র দেশেই যে জনপ্রিয়তা এনে দিয়েছে তাই নয়, বিদেশেও তিনি সমান পরিচিতি লাভ করেছেন। যে কারণে, দেশ-বিদেশে তিনি একাধিক পুরস্কার ও খ্যাতি অর্জন করেছেন।





আনন্দ কুমারের সংগ্রাম ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি ‘সুপার-৩০’ ছবির শ্যুটিং শেষ হওয়ার উৎসব উদযাপন হল মুম্বইতে বুধবার রাতে। এই উপলক্ষ্যে আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করা হৃত্বিক রোশন ছবির বাকি কলা-কুশলীদের উপস্থিতিতে কেক কাটেন। সেই সময় হৃত্বিক রোশনকে দারুন খুশি দেখাচ্ছিল। ছবির পরিচালক বিকাশ বহলকে তিনি আলিঙ্গন করেন।




অনুষ্ঠানে যোগ দেন মৃণাল ঠাকুর, অমিত সাধ, আদিত্য শ্রীবাস্তব। ছিলেন সহ-প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা ও তাঁর স্ত্রী। ‘সুপার-৩০’ প্রথম পোস্টার মঙ্গলবার এবং দ্বিতীয় বুধবার প্রকাশিত হয়। সেখানে হৃত্বিককে পুরো অন্যরকম দেখিয়েছে। আনন্দ কুমারের চরিত্রের জন্য নিজের লুক পরিবর্তন করেছেন হৃত্বিক। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সুপার-৩০’। এখানে বলে রাখা দরকার,  ওই একই দিনে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘মণিকর্ণিকা - দ্য কুইন অফ ঝাঁসি’ ছবি।