মুম্বই: এই শোনা যাচ্ছিল, পদ্মাবতীর প্রমোশনে যাওয়া নিয়ে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের মধ্যে খটাখটি চলছে। কিন্তু এখন পরিষ্কার, সবই গুজব ছিল, আসলে দিব্যি আছেন তাঁরা। প্রেম এতটাই, যে রণবীর দীপিকার জন্য প্রকাশ্যে নাচাগানাও করছেন।
শাহরুখ খানের একটি নতুন টক শো-য় অতিথি ছিলেন দীপিকা। তখনই একটি ভিডিও বার্তায় রণবীর ১৯৪২- আ লাভ স্টোরির বিখ্যাত এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা গানটির তালে নাচ শুরু করে দেন। সর্বসমক্ষে বয়ফ্রেন্ডের এই কাণ্ডে প্রথমে লজ্জা পেয়ে গিয়েছিলেন দীপিকা। তারপর একগাল হেসে বলেন, এক্কেবারে ভাঁড়...
দেখুন ভিডিওটি
[embed]https://www.instagram.com/p/Bb7b1fXl2Ia/[/embed]
দেখুন! ব্যাকগ্রাউন্ডে ১৯৪২- আ লাভ স্টোরির গান, দীপিকার জন্য রণবীরের নাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 10:17 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -