দুজনে একসঙ্গে নাচলেন, করলেন হুল্লোড়! জমে উঠল শুটিং শেষের পার্টি।
৮৩র বিশ্বকাপ জয় নিয়ে তৈরি এই ছবিতে রণবীর অভিনয় করছেন কপিল দেবের ভূমিকায়। স্ত্রী রোমি দেবের ভূমিকায় আছেন রণবীরের রিয়্যাল লাইফ পার্টনার দীপিকাই।
অন্যান্যদের মধ্যে পার্টিতে হাজির ছিলেন তাহির রাজ ভাসিন, অ্যামি ভির্ক, সাহিল খট্টর, হার্ডি সান্ধু, সাকিব সালিম প্রমুখ।
পরিচালক কবীর খান পার্টিতে এসেছিলেন মিনি মাথুর। সাজিদ নাদিয়াদওয়ালাও এসেছিলেন তাঁর স্ত্রী ওয়ারদার সঙ্গে।