মুম্বই: বহু ক্ষেত্রেই বলিউড সুপারস্টার রণবীর  সিংহকে (Ranveer Singh) দেখা গিয়েছে অনুরাগীদের বিশেষ আবদার মেটাতে। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলা থেকে অটোগ্রাফ দেওয়া, সমস্ত কিছুই খুব স্বাভাবিকভাবে করেন তিনি। আর এবার সেই অনুরাগীদেরকেই বিশেষ একটি অনুরোধ জানালেন রণবীর।


অনুরাগীদের কী করার জন্য অনুরোধ জানালেন রণবীর সিংহ?


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশেষ একটি পোস্ট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফলোয়ার্সের সংখ্যা নজর কাড়া। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ডে-তে দেশের সমস্ত সাইন ল্যাঙ্গুয়েজকে সমর্ন করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেন তিনি। এর পাশাপাশি, বাংলা, অসমীয়া, বোড়ো, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কঙ্কনি, মালায়লম, মনিপুরী, মরাঠি, মৌথিলি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবী, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু ভাষাকেই সমর্থন করার কথা বলেছেন রণবীর।


আরও পড়ুন - Top Entertainment News Today: একনজরে বিনোদনের সেরা খবরগুলি


প্রসঙ্গত, সম্প্রতি এক ম্যাগাজিনের হয়ে করা ফটোশ্যুটের জন্য আইনি জটে পড়েন রণবীর সিংহ। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছবিগুলিতে তাঁর গোপনাঙ্গ স্পষ্ট, যা মহিলাদের ভাবাবেগে আঘাত করেছে। এফআইআর দায়ের হয় রণবীরের বিরুদ্ধে। ২৯ অগাস্ট নিজের বয়ানে অভিনেতা দাবি করেন, যে নির্দিষ্ট ছবি নিয়ে এত বিতর্ক তা তাঁর ইনস্টাগ্রামে আপলোড করা সাতটি ছবির মধ্যে ছিল না। ওই ছবিটি বিকৃত করা হয়েছে বলে দাবি অভিনেতার। ছবিটি আদৌ বিকৃত করা কি না তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে ওই ছবি এখন পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরিতে। সূত্রের খবর, যদি প্রমাণিত হয় যে ওই ছবিটি সত্যিই বিকৃত করা তাহলে রণবীর সিংহকে ক্লিনচিট দেওয়া হতে পারে। সূত্রের আরও দাবি, রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা ছবিগুলি অশ্লীলতার সংজ্ঞার আওতায় আসে না, যেহেতু সেখানে কোনও গোপনাঙ্গ দেখা যাচ্ছে না।


মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থা (এনজিও) ছাড়াও একজন আইনজীবী দ্বারা একটি আবেদনও দায়ের করা হয়েছিল, মহিলাদের শালীনতাকে ক্ষুণ্ণ করার অভিপ্রায়ের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা করার দাবিতে। জুলাইয়ে সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের তরফে জানানো হয়েছে যে এ বিষয়ে একটি এনজিওর সঙ্গে যুক্ত একজন এবং একজন নারী আইনজীবীর কাছ থেকে আবেদন পেয়েছিলেন তাঁরা।