মুম্বই: জালিয়ানওয়ালা বাগ গণহত্যার প্রতিশোধ নিতে পঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ারকে হত্যা করেন তিনি। সেই শহিদ বিপ্লবী উধম সিংহের চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিংহকে।
ছবিটি পরিচালনা করবেন সুজিত সরকার।
দেখা যাচ্ছে, পরের পর ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন রণবীর আর দিব্যি মানিয়েও যাচ্ছে তাঁকে। বাজিরাও মস্তানি-তে পেশোয়া বাজিরাওয়ের পর এখন তিনি অভিনয় করছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে, পদ্মাবতী ছবিতে। এবার উধম সিংহের চরিত্রেও তিনি যে দাগ কাটবেন, তা এখন থেকেই বলা যায়।
কে এই উধম সিংহ?
পঞ্জাবের এই বিপ্লবী যুবকের জন্ম ১৮৯৯ সালের ২৬ ডিসেম্বর। ১৩ এপ্রিল, ১৯১৯-এ বৈশাখী উৎসব চলাকালীন জালিয়ানওয়ালা বাগে উপস্থিত জনতার হাতে জল তুলে দিচ্ছিলেন। তখন তিনদিকের রাস্তা বন্ধ করে নিরস্ত্র জনতার ওপর নাগাড়ে গুলিবর্ষণ করে জেনারেল ডায়ারের সেনা। ১৯ বছরের তরুণ প্রাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার কথা জীবনে ভোলেননি। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডই তৈরি করে বিপ্লবী উধম সিংহকে।
বিপ্লব সংক্রান্ত কাজকর্মের জন্য যখন তিনি জেল খাটছিলেন, সে সময় মারা যান জেনারেল ডায়ার। তাঁকে খুন করার ইচ্ছে উধমের পূর্ণ হয়নি। তখন থেকে তিনি ঠিক করেন, জালিয়ানওয়ালা বাগ হত্যার নির্দেশ দেওয়া পঞ্জাবের তৎকালীন গভর্নর মাইকেল ও ডায়ারকে ছাড়বেন না তিনি। জেল মুক্তির পর তিনি জার্মানি চলে যান, পরে লন্ডন।
গভর্নর ডায়ারকে হত্যার পর উধম সিংহ (বাঁ দিক থেকে দ্বিতীয়)
১৯৪০-এর ১৩ মার্চ মাইকেল ও ডায়ার যখন স্থানীয় ক্যাক্সটন হলে বক্তৃতা দিতে উঠেছিলেন, তখন উধম গুলি করে হত্যা করেন তাঁকে। পালানোর চেষ্টা না করে হাসি মুখে ধরা দেন তিনি, তাঁর জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গিয়েছিল। ৩১ জুলাই তাঁর ফাঁসি হয়।
এবার রণবীর সিংহ হতে পারেন বিপ্লবী উধম সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2017 02:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -