জেনিভা: গুলি চলল সুইজারল্যান্ডের বাসেলের একটি কাফেতে। দুই বন্দুকধারীর গুলিতে ২জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত ১জন। এখনও অপরাধীদের সন্ধান পায়নি পুলিশ।
উত্তর পশ্চিম সুইজারল্যান্ডের এই কাফের নাম কাফে ফিফটি সিক্স। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সোয়া আটটা নাগাদ ২ ব্যক্তি এসে ওই কাফেতে ঢোকে, শুরু করে নির্বিচারে গুলিবর্ষণ। এতে ২ খদ্দেরের মৃত্যু হয়, আর একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ঘটনার পরেই চম্পট দেয় ২ বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় রেল স্টেশনের দিকে ছুটেছিল।
তবে কেন এই হামলা, তার কোনও সম্ভাব্য কারণ জানায়নি পুলিশ। তাদের অনুরোধ, এই হামলা সম্পর্কে যদি কেউ আলোকপাত করতে পারেন, তবে তিনি যেন পুলিশে যোগাযোগ করেন।
কাফের পাশের রাস্তা ঘিরে ফেলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে সব গাড়ি।
জানা গিয়েছে, এই কাফের সঙ্গে আগে ড্রাগ জগতের যোগাযোগ ছিল। কিন্তু বেশ কয়েক বছর আগে কাপের মালিকানা পরিবর্তন হওয়ায় এটি আর পাঁচটা কাফের মতই হয়ে যায়।
সুইজারল্যান্ডে বন্দুক সংক্রান্ত অপরাধের কথা বিশেষ শোনা যায় না, যদিও এ দেশে বন্দুকধারীর সংখ্যা বিশ্বে অন্যতম বেশি।
সেনাবাহিনীতে আবশ্যিক শ্রম দেওয়ার সময়সীমা শেষ হলে সেনা থেকে ইস্যু করা বন্দুক নাগরিকরা নিজের কাছে রাখতে পারেন। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে কারণ স্বামী স্ত্রীর গন্ডগোলেও গুলি চালানোর কথা শোনা গিয়েছে।
সুইজারল্যান্ডের কাফেতে চলল গুলি, মৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2017 12:13 PM (IST)
ফাইল চিত্র
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -