নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই মলদ্বীপ বিতর্ক নিয়ে সরব হচ্ছেন বলিউডি তারকারা। কিছুদিন আগে এই বিতর্কে মুখ খুলেছেন অমিতাভ বচ্চনও। এবার দ্বীপ পর্যটনের প্রচারে ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন রণবীর সিং। ভারতের পর্যটন এবং লাক্ষাদ্বীপের সমর্থনে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করতে গিয়ে ভুলবশত মলদ্বীপের ছবি দিয়ে ফেলেন রণবীর আর তা নিয়েই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হন অভিনেতা।


ভারতকে সমর্থন রণবীরের


পর্যটন গন্তব্য হিসাবে মলদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মলদ্বীপে ভারতীয় পর্যটকই সবচেয়ে বেশি ছিল। মলদ্বীপে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারত থেকেই আসে। কিন্তু ভারতের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অপমানজনক মন্তব্যের জেরে মলদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছিলেন বেশ কিছু বলিউডি তারকা। ক্রিকেট দুনিয়ার অনেক তারকাও এই ইস্যুতে সামিল হয়েছিলেন ভারতের সপক্ষে। অক্ষয়কুমার, হার্দিক পাণ্ড্য, সচিন তেণ্ডুলকর, কঙ্গনা রানাউত এবং সলমন খানের মত রণবীর সিংও সেই ইস্যুতে গলা মিলিয়েছেন। মলদ্বীপ ছাড়া ভারতের অন্যান্য দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন করেছেন সকলে। তবে এবার বিরাট ভুল করে ফেললেন রণবীর সিং। কটাক্ষের শিকার হয়ে সেই ভুল সংশোধনও করেন তিনি।



ভুল ছবি দিয়েই কটাক্ষের শিকার


এক্স হ্যান্ডলে লাক্ষাদ্বীপের পর্যটনের সমর্থনে একটি পোস্ট করতে গিয়ে ভুলবশত মলদ্বীপের ছবি দিয়ে বসেন অভিনেতা। পোস্টে রণবীর লিখেছিলেন, '২০২৪-এ আসুন ভারত ঘুরে দেখি আমরা। আমাদের সমুদ্রসৈকতগুলিতে ঘুরে দেখার মত অনেক কিছুই আছে। ঘুরে দেখা যাক চলো। ভারতকে দেখো।' কিন্তু লাক্ষাদ্বীপের কথা লিখে মলদ্বীপের ছবি দিতেই রোষের মুখে পড়েন অভিনেতা। পরে সেই পোস্ট মুছে আরেকবার একই পোস্ট করেন তিনি, তবে এবার আর কোনও ছবি দেননি অভিনেতা।


মলদ্বীপ ইস্যু নিয়ে সারা দেশ এখন উত্তাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi ) লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত ও মলদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর নিয়ে মলদ্বীপের (Maldives) তিন মন্ত্রী কটাক্ষ করেন। এই বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ঝড় উঠেছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে ট্রেন্ডিং হয়েছে #BoycottMaldives হ্যাশট্যাগ। আর এরই মাঝে সুর চড়িয়েছিলেন বিগ বি (Amitabh Bachchan)। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের একটি টুইটকে কেন্দ্র করে কড়া জবাব দিয়েছিলেন অমিতাভ বচ্চন।


আরও পড়ুন: Maldives : '...আমাদের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না!' মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, কী বললেন