মুম্বই: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। পর্দার মতোই তাঁদের বাস্তব জীবনের রসায়ন। কিন্তু সেখানেও শোনা গিয়েছে নানা গুঞ্জন। গত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে, দুই তারকার সম্পর্ক সঠিক যাচ্ছে না। সেখানে নাকি ফাটল দেখা দিয়েছে। কিন্তু 'শত্রুর মুখে ছাই' দিয়ে ফের একসঙ্গে দেখা দিয়েছেন রণবীর ও দীপিকা। অভিনেতার আগামী ছবি 'সার্কাস'-এর (Cirkus) একটি গানে দেখা যেতে চলেছে দীপিকাকে। আর ছবির ট্রেলার থেকে গানের লঞ্চে এসে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর সিংহ।
দীপিকাকে নিয়ে কী কী বললেন রণবীর সিংহ?
'সার্কাস' ছবিতে 'কারেন্ট লাগা' গানে দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে। অভিনেত্রীর পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এবার স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল রণবীরকে। তিনি বলেন, 'ব্যক্তিগত জীবনের বাইরে পেশাগত জীবনে আমি দীপিকার অনুরাগী। যখন থেকে আমি ওকে ছিক মতো করে জেনেও উঠতে পারিনি, তখন থেকেই আমি ওর কাজের অনুরাগী। পর্দায় ওর পারফরম্যান্স সত্যিই এককথায় অসাধারণ। তবে, আমার কাছে 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে ওর 'মিনাম্মা' চরিত্রটিতে ওর পারফরম্যান্সকে আমি সবথেকে বেশি নম্বর দেব।'
আরও পড়ুন - Kaun Banega Crorepati 14: 'কেবিসি'র মঞ্চে প্রতিযোগীর সামনেই কেঁদে ফেললেন বিগ বি
'বিনোদন জগতের রানি দীপিকা পাড়ুকোন'। এই প্রসঙ্গে রণবীর সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনিবলেন, 'একদমই। ও বিনোদন জগতের রানি। আমার মনে হয় গত ১৫ বছর ধরে বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে যেভাবে অভিনয় করে আসছে ও তা সত্যিই প্রশংসা পাওয়ার। তবে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির 'মিনাম্মা' চরিত্রটিতে এখনও পর্যন্ত ও সবথেকে বেশি ভালো পারফর্ম করেছে। আমার এমনটাই মনে হয়। তাই বিনোদন জগতের রানি কথাটা দীপিকার সঙ্গে যায়। শুধু বিনোদন জগতের রানিই নয়, আমার জীবনেরও রানি ও। ওর হিউমরাস দিকগুলো শুধু আমিই দেখতে পাই। যা শুধু আমার জন্যই রিজার্ভ করে রাখা। তাই বিনোদন জগতের মতোই ও অনেকের মনেরও রানি।'