মুম্বই: ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। আসলে আগামী ‘৮৩’ সিনেমার হরিয়ানা হ্যারিকেন হয়ে ওঠার চেষ্টা করছেন। ১৯৮৩-তে ভারতের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনী অবলম্বনে এই সিনেমা তৈরি হচ্ছে।
রণবীর শনিবার ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের সঙ্গে তোলা একটি ছবি ট্যুইট করেছেন। ছবিতে দুজনকেই ভারতীয় দলের নীল রঙের জার্সি পরে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ছবি দেখে মনে হচ্ছে, ক্রিকেটার বলিউড অভিনেতাকে কিছু টিপস দিচ্ছেন।





রণবীর ছবির ক্যাপশন দিয়েছেন, ‘হ্যারিকেন হয়ে ওঠা। কপিল দেব. কিংবদন্তী. যাত্রা শুরু..’৮৩’।’



সিনেমার পরিচালক কবির খান। সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর।




সদ্য নিযুক্ত অধিনায়ক কপিলের নেতৃত্বে ভারত কীভাবে ১৯৮৩-র বিশ্বকাপ ফাইনালে প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হল, সিনেমায় সেই কাহিনীই তুলে ধরা হবে।
রণবীর ছাড়াও সিনেমায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, সাকিব সেলিম ও চিরাগ পাটিলকেও।