মুম্বই: তাঁর পরিবার বিশেষ অর্থশালী ছিল না। তাই বেড়ানোর জন্য তাঁরা শুধু যেতে পারতেন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও আমেরিকা। এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করে গন্ডগোল বাধিয়েছেন রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য নিয়ে হাসির হররা উঠেছে।

ওই সাক্ষাৎকারে শৈশবের কথা বলতে গিয়ে রণবীর বলেন, তাঁর পরিবারের হাতে বিদেশে বেড়াতে যাওয়ার মত পয়সা ছিল না। তাই প্রতি গরমের ছুটিতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর বা ইতালি যেতে বাধ্য হতেন তাঁরা। তবে সবথেকে বেশি যেতেন আমেরিকা, বহু আত্মীয় ওখানে থাকতেন। আর ডিসেম্বরে প্রতি বছর দাদু ঠাকুমার সঙ্গে গোয়ায় যাওয়া বাধ্যতামূলক ছিল।

স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকার প্রকাশের পর হাসিতে ফেটে পড়ে টুইটার। সকলে জানতে চান, রণবীরের কাছে গরিবের সংজ্ঞাটা কী। হ্যাশট্যাগ নেমে যায় #ইয়োরণবীরসোপুওর। প্রশ্ন আসে, ৯০-এর দশকে যে পরিবার নিয়মিত বিদেশে ছুটি কাটাতে যেত, তারা যদি গরিব হয়, তাহলে দেশের ৬৫ শতাংশ জনগোষ্ঠীর আর্থিক অবস্থা সম্পর্কে নয়া বিশেষণ চাই।

দেখুন এমনই কিছু টুইট

[embed]https://twitter.com/BhaskarSirius/status/992379221367541761?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpeople%2Franveer-singh-says-he-wasnt-rich-but-went-to-us-on-holidays-netizens-troll-him-mercilessly-2105574.html&tfw_creator=zeenews&tfw_site=zeenews[/embed]

[embed]https://twitter.com/odshek/status/992374797626638338?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpeople%2Franveer-singh-says-he-wasnt-rich-but-went-to-us-on-holidays-netizens-troll-him-mercilessly-2105574.html&tfw_creator=zeenews&tfw_site=zeenews[/embed]

[embed]https://twitter.com/barbie_kriti/status/992770231985680389?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpeople%2Franveer-singh-says-he-wasnt-rich-but-went-to-us-on-holidays-netizens-troll-him-mercilessly-2105574.html&tfw_creator=zeenews&tfw_site=zeenews[/embed]

[embed]https://twitter.com/sameerkele/status/992471025010069504[/embed]

[embed]https://twitter.com/odshek/status/992373157683134466[/embed]

[embed]https://twitter.com/dia110dia/status/992498932893696000[/embed]