Ranveer Singh on Virat Kohli: 'রাজা সবসময় রাজাই থাকে', বিরাট কোহলির সিদ্ধান্তে মন্তব্য রণবীর সিংহের

Ranveer Singh on Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

Continues below advertisement

মুম্বই: শনিবার সন্ধ্যায় এক বড়সড় ধাক্কা খায় ভারতের ক্রিকেট ভক্তরা। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে অধিনায়কত্বের সফরে ইতি টানার কথা ঘোষণা করেন বিরাট। তাঁর সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে খেলার জগতের তো বটেই, সিনে জগতের একাধিক তারকাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানান। তাঁদের মধ্যে রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)। সহ অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) স্বামীর 'বিরাট' সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেন তিনিও।

Continues below advertisement

'৮৩' অভিনেতা বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে লিখেছেন, 'রাজা সর্বদা রাজাই থাকে'। সঙ্গে মুকুটের একটি ইমোজি দিতেও ভোলেননি। টেলি অভিনেতা নকুল মেহতা কমেন্ট করে লেখেন, 'তোমার পরিষেবার জন্য ধন্যবাদ! ভারতীয় টেস্ট দলকে আমাদের এখনও পর্যন্ত সেরা সফরকারী দল বানিয়েছ।' শ্রীবৎস গোস্বামী লেখেন, 'গোটা দেশ তোমার জন্য গর্বিত।' এছাড়া বিরাটের পোস্টে মন্তব্য করেছেন আলিয়া ভট্ট, আথিয়া শেট্টি, বাণী কপূর, সারা তেন্ডুলকর, অর্জুন কপূর, নেহা ধুপিয়া, ডাব্বু রতনানি প্রমুখরা।


বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিরাট সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেছিলেন সন্ধে ৬.৪৫-এ। সৌরভ ১২.৪৭ নাগাদ ট্যুইট করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাটকে দুর্দান্ত ক্রিকেটার আখ্যা দিয়ে তিনি লেখেন, 'বিরাটের নেতৃত্বে ভারতীয় দল প্রতিটি ফরম্যাটে উন্নতি করেছে। ওঁর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। বিসিসিআই ওঁর সিদ্ধান্তকে সম্মান জানায়। আশা করব, ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিরাট টিম ইন্ডিয়াকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওঁ দারুণ একজন ক্রিকেটার। ওয়েল ডান বিরাট।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কোহলি।

Continues below advertisement
Sponsored Links by Taboola