নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে জল্পনায় সিলমোহর দেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মা হচ্ছেন 'মাস্তানি', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তারকা দম্পতি। আর ওইদিনই অনেকটা রাতে তাঁরা পৌঁছলেন জামনগরে। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন 'দীপবীর'। গাড়িতে উঠতে যেতেই ঘিরে ধরে পাপারাৎজিরা। সেখানে কী করলেন রণবীর? ভাইরাল হল সেই ভিডিও। 


জামনগরে পৌঁছতেই ঘিরে ধরে ভিড়, অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে গাড়িতে উঠলেন রণবীর


একের পর এক তারকার আগমন। ছবি শিকারী থেকে অনুরাগী, সকলেই যেন তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষায়। প্রিয় তারকাদের কয়েক ঝলক দেখার চেষ্টা, তাঁদের ছবি ফ্রেমবন্দি করার চেষ্টা, ফলে বিমানবন্দরে উপচে পড়া ভিড়। সেই আবহেই বৃহস্পতিবার বেশ অনেকটা রাতেই গুজরাতের জামনগরে পৌঁছলেন হবু অভিভাবক রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। বিমান থেকে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছতেই হিমশিম খেতে হল দম্পতিকে। সন্তানসম্ভবা দীপিকা, ফলে ভিড় বাঁচিয়ে সাবধানে গাড়িতে পৌঁছনোই ছিল সকলের লক্ষ্য। নিরাপত্তারক্ষী, পুলিশের পাশাপাশি রণবীরও একেবারে ঢালের মতো আগলে গাড়িতে তুললে স্ত্রীকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 


 






যদিও এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগী ও পাপারাৎজিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে এ ধরনের ব্যবহার 'গ্রহণযোগ্য নয়'। একজন লেখেন, 'এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আরে উনি তো অন্তঃসত্ত্বা। একটু তো সহানুভূতি দেখান।' অপর এক অনুরাগী কমেন্ট করেন, 'উনি অন্তঃসত্ত্বা ও রণবীর তাঁকে ভিড় থেকে বাঁচাচ্ছেন'। সকলেই রণবীর যেভাবে দীপিকাকে আগলে রেখেছিলেন তা দেখে আপ্লুত। এদিন দেখা যায়, সামনে দীপিকা, আর ঠিক তাঁর পিছনেই রণবীর, দুই হাত দিয়ে জড়িয়ে আগলাচ্ছেন দীপিকাকে। তাঁর হাত দুটো শক্ত করে ধরে অভিনেত্রী, ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে।  


তবে দীপিকাকে গাড়িতে বসিয়েই মিডিয়ার সঙ্গে স্বভাবমতো খোশমেজাজে মিশলেন রণবীর। গাড়ির এক দরজা দিয়ে তুলে দিলেন দীপিকাকে। তারপর ঘুরে অন্য দরজা পর্যন্ত আসতে আসতে চিত্রগ্রাহকরা একপ্রকার ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর। অনেককেই আলিঙ্গন করেন অভিনেতা। সকলেই তাঁদের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা জানাতে উদ্যত হন। রণবীরের মুখে তখন চওড়া হাসি। কয়েকজনকে জড়িয়ে ধরে ধন্যবাদও জানান তিনি। 


 






আরও পড়ুন: Anant-Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক!


উল্লেখ্য, বৃহস্পতিবারই সপরিবারে কিং খান, সলমন খান, রানি মুখোপাধ্যায়, বনি কপূর, অ্যাটলি কুমার, ওরি প্রমুখরা পৌঁছন জামনগরে। আজ সেখানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা। দিলজিৎ দোসানজ, মার্ক জাকারবার্গও উপস্থিত অনুষ্ঠানে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।