নয়াদিল্লি: রণবীর কাপূর ও বাণী কাপূর অভিনীত ‘বেফিকর’ সিনেমার দ্বিতীয় পোস্টার রিলিজ হল। এই পোস্টারে দুজনকে ঘনিষ্ঠ চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। ফ্রান্সের একটি বহুতলের ছাদে বসে রয়েছেন দুইজন। পিছনে প্যারিসের বিশ্ব প্রসিদ্ধ আইফেল টাওয়ার।



জানা গেছে, এই সিনেমায় অন্তত ২৩ বার রণবীর ও বাণীকে চুম্বন করতে দেখা যাবে। আদিত্য চোপড়া পরিচালিত আগামী এই রোমান্টিক সিনেমা ৯ ডিসেম্বর মুক্তি পাবে।