দীপিকাকে নিয়ে কী বললেন রণবীর, যা ঝড় তুলল ইন্টারনেটে?
Web Desk, ABP Ananda | 13 Jul 2019 07:32 PM (IST)
গত বছরের নভেম্বরে ইতালিতে বিয়ে করেন বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর ও দীপিকা।
মুম্বই: ফের চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করলেন বলিউড তারকা রণবীর সিংহ। একটি বিখ্যাত পত্রিকার প্রচ্ছদের জন্য ফটোশ্যুটের ফাঁকে তাঁকে প্রশ্ন করা হয়, ‘দীর্ঘদিন বাইরে থাকার পর বাড়ি ফিরে প্রথমেই আপনি কী করেন?’ জবাবে রণবীর বলেন, ‘আমি স্ত্রীকে (দীপিকা পাড়ুকোন) জড়িয়ে ধরে চুম্বন করি।’ তাঁর এই মন্তব্যে আপ্লুত চলচ্চিত্রপ্রেমীরা। গত বছরের নভেম্বরে ইতালিতে বিয়ে করেন বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর ও দীপিকা। বিয়ের আগের মতোই বিয়ের পরবর্তী সময়েও তাঁদের সম্পর্ক নিয়ে সরগরম বলিউড। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় তাঁরা। কবীর খানের ছবি ‘৮৩’-র শ্যুটিংয়ের জন্য তাঁরা এখন লন্ডনে আছেন। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। কপিলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা।