নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি না খেললে ভারতীয় দল একটি ম্যাচও জিততে পারবে না বলে দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। তাঁর মতে, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের জন্য ধোনির সমালোচনা করা একেবারেই উচিত নয়।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ধোনি ও রবীন্দ্র জাডেজার দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জয়ের আশা জাগিয়েছিল। কিন্তু জাডেজা আউট হওয়ার পর ধোনিও রান আউট হয়ে যাওয়ায় ভারতের পক্ষে আর ম্যাচ জেতা সম্ভব হয়নি। এ বিষয়ে স্টিভ বলেছেন, ‘ধোনির সমালোচনা একেবারেই ঠিক নয়। ও ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। দীর্ঘসময় ধরে ও একইভাবে খেলে গিয়েছে। ও ভারতীয় দলকে জেতার জায়গায় নিয়ে যেতে পারে। ওকে ছাড়া ভারতের ম্যাচ জেতার সম্ভাবনা নেই।’

স্টিভ আরও বলেছেন, ‘সব ম্যাচ জেতা সম্ভব নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় রান নেওয়ার সময় ক্রিজ থেকে মাত্র দু’ইঞ্চি দূরে ছিল। ও রান আউট না হলে হয়তো ম্যাচ জিতিয়ে দিত। আমি জানি রান তাড়া করে একদিনের ম্যাচ জেতা কতটা কঠিন। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জিতিয়েছে ধোনি। আমি আশা করেছিলাম ভারতীয় দল ২৪০ রান তাড়া করে জিতে যাবে। কিন্তু (ম্যাট) হেনরি ও (ট্রেন্ট) বোল্ট দারুণ বোলিং করে। বড় ম্যাচের চাপের ফলে রান তাড়া করা কঠিন হয়ে যায়। ভারত নিঃসন্দেহে হতাশ। ওদের ২৪০ রান করা উচিত ছিল।’