কলকাতা: অল্লু অর্জুন (Allu Arjun) যখন গ্রেফতার হলেন, তখন অনেকেই প্রত্যাশা করেছিলেন যে তিনি কিছু বলবেন। কিন্তু তিনি কিছুই বলেননি। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টই করেননি। দিনের প্রায় শেষে মুখ খুললেন তিনি। কে তিনি? অল্লু অর্জুনের সহ অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। আজ দুুপুরে গ্রেফতার হন অল্লু অর্জুন। আর তার বেশ কয়েক ঘণ্টা পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রশ্মিকা মন্দানা। বললেন, তিনি যা দেখছেন, তা যেন তিনি নিজের চোখেই বিশ্বাস করতে পারছেন না।


ঠিক কী হয়েছিল অল্লু অর্জুনের? জানা যাচ্ছে, হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিনেতাকে। এই ঘটনায় অল্লু অর্জুনকে আজ দুপুরে তাঁরই বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপরে গোটা দিন জুড়েই চলে পরতে পরতে নাটক। অল্লু অর্জুনের অভিযোগ, তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ তাঁর বাসভবনে, একেবারে শোওয়ার ঘরে ঢুকে এসেছিল। 'পুষ্পা' অবশ্য নিজের চেনা ছন্দে। চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তিনি। এভাবে হঠাৎ পুলিশ তাঁর বাড়ির একেবারে অন্দরমহলে ঢুকে পড়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। তবে সেই বিরক্তির রেশ দেখা গেল না তাঁর চোখে মুখে। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বাইরে এলেন। স্ত্রীয়ের গালে চুম্বন করে উঠলেন গাড়িতে। অভিনেতার পরণে তাঁরই সংলাপ লেখা হুডি, 'ফ্লাওয়ার নেহি.. ফায়ার হ্যায় ম্যায়'। হুডির পিছনে পুষ্পা-র লোগো, ছবি। সব মিলিয়ে তাঁর চোখে মুখে যেন সেই 'পুষ্পা'-রই দেমাক। 


আর তাঁর গ্রেফতারির প্রায় অনেকটা সময় পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেন রশ্মিকা। তিনি লেখেন, 'আমি এখন চোখে যা দেখছি, তা যেন বিশ্বাসই করতে পারছি না। যে ঘটনাটা ঘটেছে সেটা ভীষণ দুঃখজনক এবং সেই ঘটনায় আমি নিজেও ভীষণ দুঃখিত। তবে, এটা দেখে অসম্ভব খারাপ লাগছে যে গোটা ঘটনার দায় একজন ব্যক্তি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই ঘটনাটাও সমান অবিশ্বাস্য আর হৃদয় ভেঙে দেওয়ার মতোই।


আজ অবশ্য ৫ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান অল্লু অর্জুন। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজত দিলেও, জেলে রাত্রিবাস করতে হয়নি অভিনেতাকে। কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে ফিরে আসেন তিনি। অভিনেতা থানা থেকে বেরতেই তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস দেখার মতো। 


আরও পড়ুন: Allu Arjun: ৫ ঘণ্টায় জেল থেকে জামিন, গোটা দিন তোলপাড় অল্লু অর্জুনকে নিয়ে! এক নজরে 'পুষ্পা'-র সারাদিন