নয়াদিল্লি: এক মঞ্চে দুই সুন্দরী অভিনেত্রীর যুগলবন্দি (duet performance)। একদিকে বলিউড তারকা আলিয়া ভট্ট (Bollywood Star Alia Bhatt) আর তাঁর সঙ্গে দক্ষিণী তারকা রশ্মিকা মান্দান্না (South Star Rashmika Mandanna)। অস্কারজয়ী (Oscars 2023) 'নাটু নাটু' (Naatu Naatu) গানে মঞ্চ মাতালেন দুই তারকা।
আলিয়া-রশ্মিকার যুগলবন্দি
মুম্বইয়ে চলছে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre) উদ্বোধনী ইভেন্ট। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের একাধিক ভিডিও হয়েছে ভাইরাল। তার মধ্যে দেখা গেল মঞ্চে পারফর্ম করছেন রশ্মিকা মান্দান্না। তাঁর সঙ্গে যোগ দিলেন আলিয়া ভট্ট। শর্ট ড্রেস, পায়ে হিল জুতো পরে আলিয়া। নাচ শুরুর আগে খুলে নিলেন জুতো। 'নাটু নাটু'র স্টেপ নেহাত খুব সুবিধার নয় বলেই বোধ হয়। অন্যদিকে স্লিট শাড়ি পরে রশ্মিকা। এরপর একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে মঞ্চ মাতালেন 'নাটু নাটু' গানে।
'নাটু নাটু' গানের হাত ধরে এই বছর অস্কার এসেছে ভারতে। দেশে প্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও এনেছে এই গান। ফলে বিশ্বজুড়ে এই গান এখন মানুষের মুখে মুখে। আর 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর এত বড় অনুষ্ঠানে এই গানের পারফর্ম্যান্স হবে না তা কি সম্ভব? অন্যদিকে এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর' ছবিতে অভিনয় করেছিলেন আলিয়াও। ফলে তাঁর আনন্দের সীমাও অপরিসীম।
উল্লেখ্য, শুক্রবার, গুজরাতের আহমেদাবাদে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'-এর চলতি মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে 'নাটু নাটু' গানে পারফর্ম করেন রশ্মিকা। অন্যদিকে আলিয়া যে এই গানে প্রথমবার স্টেজে পারফর্ম করলেন তাও নয়। দিন কয়েক আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গানে মঞ্চ মাতান রণবীর-পত্নী। সেখানে তাঁর সঙ্গে যোগ দেন অনুষ্ঠানের সঞ্চালকদ্বয় আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' ইভেন্টের মঞ্চ মাতালেন 'পাঠান', ভাইরাল ভিডিও
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন শাহরুখ খানের পারফর্ম করার কথা ছিল। তবে অবশ্যই সেই ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায় 'ঝুমে জো পাঠান' গানে মঞ্চে আগুন ধরাচ্ছেন কিং খান। মঞ্চে বাদশাহের সঙ্গে পা মেলালেন বরুণ ধবন ও রণবীর সিংহ।