নয়াদিল্লি: কয়েক মাসের মধ্যে ফের একবার। সোশ্যাল মিডিয়ায় ফের ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মডেলের (Model) মুখের স্থানে অভিনেত্রীর মুখ মর্ফ করে বসানো হয়েছে। প্রায় মাস ছয়েক পর আবারও একই সমস্যায় শ্রীভল্লি। 


ফের ডিপফেক ভিডিওর শিকার রশ্মিকা


মাত্র ৬ মাসের ব্যবধান। ফের ইন্টারনেটের কারচুপির শিকার 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। ২০২৪ সালের এপ্রিল মাসে কলম্বিয়ার মডেল ও কন্টেন্ট ক্রিয়েটার ড্যানিয়েলা ভিলারিয়াল একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। যেখানে তাঁকে এক ঝরনার সামনে বিকিনি পরে দেখা যায়। নানা রকমের পোজ দিতে দেখা যায় সেখানে তাঁকে। কিছুদিন আগেই সেই ভিডিওতেই বসানো হয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার মুখ। যা খুব দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 


তবে এখনও এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রশ্মিকা। কিন্তু এই প্রথমবার নয়। মাত্র মাস ছয়েক আগেই, ২০২৩ সালের নভেম্বর মাসেও একটি এমনই ধরনের মর্ফড ভিডিও ভাইরাল হয় অভিনেত্রীর। যেখানে তাঁকে কালো শর্টস ও টপ পরা এক মডেলের শরীরে তাঁর মুখ ব্যবহার করা হয়। কোনও কোনও নেটিজেন সেই ভিডিও দেখে ওই মহিলাকে রশ্মিকা ভেবে ভুল করলেও কয়েকজন ওই কারচুপির বিষয় লক্ষ্য করেন। প্রতিক্রিয়া দেন রশ্মিকা নিজেই। শুরু হয় তদন্ত। 


চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিকে গ্রেফতার করে। সোশ্যাল মিডিয়ায় সেই কারণে দিল্লি পুলিশকে ধন্যবাদও জানান অভিনেত্রী। শুধু রশ্মিকাই নন। নভেম্বরের সেই ঘটনার পরপরই একাধিক তারকা এমনই ডিপফেকের শিকার হন একের পর এক। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া, কাজল, আমির খানের মতো তারকারা। 


আরও পড়ুন: Avneet Kaur: হাতে ফুলের তোড়া, আঙুলে ঝলমলে আংটি, বাগদান সারলেন অভিনেত্রী অভনীত কৌর?


কাজের দিকে, রশ্মিকা মান্দান্নার বহু প্রতীক্ষিত 'পুষ্পা ২' (Pushpa 2 The Rule), অল্লু অর্জুনের (Allu Arjun) বিপরীতে, মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, তাঁকে দেখা যাবে সলমন খানের (Salman Khan) বিপরীতে, 'সিকন্দর' ছবিতে যা ২০২৫ সালের ইদে মুক্তি পাওয়ার কথা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।