কলকাতা: রাশিদ খানের (Rasid Khan) স্ত্রীর পর, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল (Jitu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। ফেসবুক পোস্টে তিনি লেখেন, খুব বড় শিক্ষা পেলাম আজ। ‘সেলিব্রিটি বা চেনা মুখ’ এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম, পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যর। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি ‘পুলিশ’। ফেসবুক পোস্টে লেখেন অভিনেত্রী নবনীতা দাস।



এ দিন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাসকে হেনস্থার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন পিক আপ ভ্যানের চালক। নিমতা থানা চত্বর, দেখা যাচ্ছে একাধিক পুলিশ কর্মীকে থানায়, পুলিশের সামনেই অভিনেত্রীকে হুমকি! প্রাণনাশের হুমকি দিচ্ছে এই যুবক!


রাশিদ খানের স্ত্রীর পর, এবার পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন টলিউডের অভিনেতা দম্পতি জিতু কমল ও নবনীতা দাস। অভিযোগ, থানায় দাঁড়িয়ে, প্রাণনাশের হুমকি দিলেও, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। 


অনীক দত্ত পরিচালিত, ‘অপরাজিত’র নায়ক জিতু কমল, তাঁর স্ত্রী নবনীতা দাসও টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। বৃহস্পতিবারের দুঃসহ ঘটনার কথা ফেসবুকে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন অভিনেত্রী নবনীতা দাস। 


ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, 'খুব বড়ো শিক্ষা পেলাম আজ, "সেলিব্রিটি বা চেনা মুখ" এই সকল তকমাতে আমি বিশ্বাসী নই। সাধারণ মানুষ হিসেবে বিচার চাইতে গিয়েছিলাম,পরশুরাম বাবুর কাছে৷ দারুণ ভয় পাওয়ালেন স্যার। পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ, আপনি "পুলিশ"। কিন্তু ঠিক কী হয়েছিল বৃহস্পতিবার? উত্তর ২৪ পরগনার নিমতার মাঝেরহাটি মোড়ের কাছে, নবনীতা ও জিতুর গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি।


অভিনেতা দম্পতির দাবি, পণ্যবাহী গাড়িটিকে থামানোর চেষ্টা করেন তাঁদের গাড়ির চালক। তা নিয়েই শুরু হয় অশান্তি। অভিযোগ, এরপর নিমতা থানা চত্বরে, পুলিশের সামনেই তাঁদের হুমকি দেয় পণ্যবাহী গাড়ির চালক ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, সেই সময় FIR নিতে চাননি কর্তব্যরত পুলিশ অফিসার। 


ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় অভিনেতা দম্পতিকে। পুলিশ সূত্রে খবর, জিতু কমল ও নবনীতা দাসকে হেনস্থার অভিযোগে শুক্রবার আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। এদিকে, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার কথায়, তদন্ত শুরু হয়েছে। আমরা খতিয়ে দেখছি। ৪ জনকে অ্যারেস্ট করেছি। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন পিক আপ ভ্যানের চালক।