কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'। এই ছবিতে সলমন খানের (Salman Khan) বিপরীতে অভিনয় করেছেন তিনি। আর চলতি মাসেই তাঁর জন্মদিন। ২৯ বছর পূর্ণ করবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। কিন্তু নিজের জন্মদিন নিয়ে কী ভাবেন অভিনেত্রী? কতটা উচ্ছ্বসিত তিনি জন্মদিন উদযাপন নিয়ে? সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই কথাই লিখেছেন রশ্মিকা। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে তাঁর ছবি 'ছাবা' বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। তবে এবার তাঁর পরীক্ষা 'সিকন্দর'-এ। তাঁর মধ্যেই নিজের জন্মদিন উদযাপন নিয়ে কী বললেন রশ্মিকা? 

আজ ইনস্টাগ্রাম স্টেটাসে নিজের একটি সেলফি শেয়ার করেছেন রশ্মিকা। সেখানে তিনি লিখেছেন, 'এটা আমার জন্মদিনের মাস আর এটা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমি চিরকাল শুনে এসেছি, যতই বড় হওয়া যায়, ততই জন্মদিন উদযাপন নিয়ে আগ্রহটা কমে যায়। কিন্তু স্পষ্টভাবে বলছি, আমার ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হয়নি। আমার বয়স যত বাড়ছে, জন্মদিন নিয়ে আমার আগ্রহ আরও বেশি, বেশি করে বাড়ছে। আমি ভাবতেই পারছি না আমার ২৯ বছর বয়স হয়ে যাচ্ছে। আরও একটা বছর সুন্দর, সুস্থ আর সুস্বাস্থ্যে পরিপূর্ণ হোক। জন্মদিন তো উদযাপন করার জন্যই।'

সদ্য়ই রশ্মিকার সঙ্গে জুটি বেঁধে কাজ করা নিয়ে কটাক্ষের মুখোমুখি হয়েছিল সলমন। কথা শুনতে হয়েছিল রশ্মিকা আর তাঁর বয়সের পার্থক্য নিয়েও। এই বিষয়ে সলমন বলেছিলেন, 'সোশ্যাল মিডিয়ায় মানুষজন পিছনে লেগে থাকেন। কেন আমি ৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে কাজ করছি। আরে বাবা, যখন নায়িকার কোনও সমস্যা নেই, নায়িকার বাবার কোনও সমস্যা নেই.. তাহলে বাকিদের কী সমস্যা? যখন ওর (রশ্মিকার) বিয়ে হয়ে যাবে, বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হবে... তার সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো অবশ্যই পাব বলুন?' এই কথা বলে সলমন তাকান রশ্মিকার দিকে। হেসে সম্মতি দেন নায়িকা। 

প্রসঙ্গত, এই সিকন্দর ছবির শ্যুটিং করার সময়েই জিম করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রশ্মিকা। দীর্ঘদিন তাঁকে বিশ্রামে থাকতে হয়েছিল। রশ্মিকাকে শেষবার দেখা গিয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'ছাওয়া' ছবিতে। সেই ছবি মুক্তির আগেই পায়ে চোট লেগেছিল রশ্মিকার। সেই পা নিয়েই ছবির প্রচার সেরেছিলেন তিনি। প্রত্যেকটা প্রচারেই পায়ে চোট নিয়ে হাজির ছিলেন রশ্মিকা। সেই সময়ে তাঁর খেয়াল রেখেছিলেন ভিকি কৌশল। প্রত্যেক অনুষ্ঠানেই দেখা যতে ভিকি রশ্মিকার হাত ধরে তাঁকে নিয়ে আসছেন। কেবল ভিকি নন, রশ্মিকা তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'সিকন্দর'-এর শ্যুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁর খেয়াল রেখেছিলেন সলমন খান।