মুম্বই: ২১ বছর বয়সেই দত্তক নিয়েছিলেন দুটি কন্যা সন্তান। আর তাই অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু অল্প বয়সে এই সিদ্ধান্ত নিলেও তার প্রভাব পড়েনি কেরিয়ারে। যজিও অল্প বয়সে মা হওয়ায় দায়িত্ব বেড়েছিল। কীভাবে পাল্টে গিয়েছিল জীবন? নিজেই সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন নানা অজানা কথা।
মাতৃত্বের সবথেকে সুন্দর মূহূর্ত কী?
প্রথমে পূজা এবং ছায়াকে বাড়িতে নিয়ে আসা একটা অন্যরকম অভিজ্ঞতা। তারপর ওদের বিয়ে দেওয়া, ওদের সন্তানের জন্ম হতে দেখার সময়টাও খুব সুন্দর। পরে আমার আরও দুই সন্তান রাশা এবং রনবীর বর্ধনের নিয়েও মাতৃত্বের পরিসর বেড়েছে। মানুষ হিসেবে আমি খুব দরদী, আবার মা হিসেবে আমি খুব শক্তিশালী। ৪ সন্তানের মা হওয়া আমাকে অনেক শক্তি জুগিয়েছে। আমি মনে করি সন্তান দত্তক নেওয়া আমার জীবনের সঠিক সিদ্ধান্ত।
অল্প বয়সে মা হওয়ার স্বাদ কেমন?
এখনও সেই দিনটার কথা মনে পড়ে যখন ওদের আমি প্রথম কোলে তুলে নিয়েছিলাম। আমি জানি না ওদের অভিভাবক ওদের সঙ্গে কেমন ব্যবহার করত। কিন্তু আমার পিছুটান ছিল ওরাই। ২১ বছর বয়স তা কোনও বিষয় হতে পারে না, এটা ওরাই আমাকে বুঝিয়েছে। আমি ওদের সঙ্গে যে সময় কাটিয়ে এসেছি তা এখনও উদযাপন করি।
এই সব কিছুর অভিজ্ঞতা কেমন?
আমি সব সময় মনে করি কাউকে সাহায্য করার জন্য বা পাশে দাঁড়ানোর জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নেই। একটা দরদী মন থাকলেই হবে। আমি সন্তান দত্তক নেওয়ার পর অনেক কটাক্ষ শুনেছি। অনেকেই বলেছেন, সন্তানদের বাড়তি দায় সহ কেউ আমাকে বিয়ে করতে রাজি হবে না। কিন্তু কপালে যা আছে সেটা তো হবেই। এর থেকে বড় আশীর্বাদ আর কী হতে পারে। আমি প্রত্যেক সিঙ্গল মাদারকে উজ্জ্বীবিত করি। আসুন আপনারাও এই একই কাজ করুন। এখন সমাজ এবং পরিস্থিতি আগের থেকে অনেক পাল্টে গিয়েছে।