মুম্বই: ‘মাতর’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক ঘটছে অভিনেত্রী রবিনা ত্যান্ডনের। সিনেমার মুক্তির আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্ থাকাটা খুবই কঠিন। কারণ, এর ফলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে পড়ে।
‘খিলাডিয়োঁ কা খিলাড়ি’ সিনেমার অভিনেত্রী বলেছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সময়ই খুবই চ্যালেঞ্জিং এবং সত্ হলে এখানে টিকে থাকাটা কঠিন। এজন্য তাঁকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। অনেক সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, আমাকে মিথ্যেবাদীও বলা হয়েছে। কিন্তু আমি সততার সঙ্গে কোনও আপোস করিনি এবং লোকজনকে শ্রদ্ধার চোখে দেখেছি। ছোট থেকে এটাই করতে শিখেছি। আমি জানতাম, সময় হলেই আসল কথাটা প্রকাশ্যে আসবে। এখন আমি এখন খোলামনে থাকতে পারি এবং রাতেও স্বচ্ছন্দে ঘুমোতে পারি। আমার কোনও খেদ নেই’।
গত বছর হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউতের মধ্যে বাকযুদ্ধের সময় রবিনা একটি নিবন্ধ লিখেছিলেন। ওই নিবন্ধে তিনি কঙ্গনার পাশে দাঁড়িয়েছিলেন বলে মনে করা হয়েছিল। কিন্তু পরে ৪২ বছরের অভিনেত্রী স্পষ্ট করে দেন, তিনি কোনও একজনের পক্ষ অবলম্বন করেননি। তিনি শুধুমাত্র কোনও ব্যক্তির লড়াই চালানোর সাংবিধানিক অধিকারের স্বপক্ষে মুখ খুলেছিলেন।
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বলেছেন, তাঁর আগামী সিনেমার উদ্দেশ্য শুধু বাণিজ্যিক সাফল্য নয়, দর্শকদের মধ্যে সচেতনতা গড়ে তোলাও এর লক্ষ্য। রবিনা বলেছেন, মহিলাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলের সময় চলে এসেছে। নির্যাতিতার পোশাকের মাপ নিয়ে মাথা না ঘামিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা ভাবা উচিত।
উল্লেখ্য, ‘মাতর’ সিনেমায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুবিচার প্রদানে বিচারবিভাগের ব্যর্থতার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।
আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, মিথ্যেবাদীও বলা হয়েছে, দাবি রবিনার
ABP Ananda, web desk
Updated at:
07 Apr 2017 11:55 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -