নয়াদিল্লি: গত বছর দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির পর পাকিস্তানে বলিউডের সিনেমার প্রদর্শন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ভারতীয় সিনেমায় পাক শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ করার ওপর ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) নিষেধাজ্ঞা জারি করার পর পাকিস্তানে বলিউডের সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছরের গোড়া থেকে ফের পাকিস্তানে হিন্দি সিনেমার প্রদর্শন শুরু হয়েছে। এরইমধ্যে পাকিস্তানের ডিস্ট্রিবিউটররা সে দেশে আমির খানের হিট সিনেমা ‘দঙ্গল’ মুক্তির অনুরোধ জানিয়েছিল। এই অনুরোধ নিয়ে কোনও আপত্তিই ছিল না আমির ও টিম দঙ্গলের। কিন্তু শেষপর্যন্ত একটি উদ্ভট দাবির জন্য পাকিস্তানে ‘দঙ্গল’-এর মুক্তি আটকে গিয়েছে। কারণ, ওই উদ্ভট দাবি পত্রপাট খারিজ করে দিয়েছেন আমির। ‘দঙ্গল’-এর অভিনেতা-প্রযোজক আমির সিনেমাটি পাকিস্তান রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের খবর, ‘দঙ্গল’-এর দুটি দৃশ্য বাদ দিতে বলেছিল পাকিস্তানের সেন্সর বোর্ড। সিনেমার শেষে ভারতের জাতীয় পতাকা দেখানো হয়েছে। অন্য একটি দৃশ্যে রয়েছে গীতা ফোগত সোনার পদক জেতার পর ভারতের জাতীয় সঙ্গীত। এই দুটি দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে বলে পাক সেন্সর বোর্ড। জানা গেছে, ওই দুটি দৃশ্য এডিট করা হলে সিনেমাটিকে ছাড়পত্র দেওয়ার কথা জানায় পাক সেন্সর বোর্ড।
কিন্তু আমির এই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন। তিনি মনে করছে, ওই দুটি দৃশ্য বাদ দেওয়ার দাবি খুবই বিস্ময়কর। সিনেমাটি খেলা-ভিত্তিক। এতে প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনওভাবেই পাকিস্তানের উল্লেখ নেই। সিনেমাতে ভারতের জাতীয়তাবাদী ভাবাবেগ তুলে ধরা হয়েছে। তাই ওই দুটি দৃশ্য বাদ দিতে বলার সিদ্ধান্ত একেবারেই অর্থহীন বলে মনে করছেন আমির।
সেজন্য আমির এই ব্লকব্লাস্টার সিনেমাটি পাকিস্তান রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় সঙ্গীতের দৃশ্য বাদ দেওয়ার উদ্ভট দাবি, পাকিস্তানে ‘দঙ্গল’ রিলিজ না করার সিদ্ধান্ত আমির খানের
ABP Ananda, web desk
Updated at:
07 Apr 2017 10:02 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -