হায়দরাবাদ: হায়দরাবাদে গিয়েছিলেন রবীনা ট্যান্ডন। সেখানেই দেখা জনাকয়েক ‘বাহুবলী’ তারকার সঙ্গে। ছবির হিরো ও ভিলেন প্রভাস আর রানা দাগ্গুবাতি তো ছিলেনই, ছিলেন ‘দেবসেনা’ অনুষ্কা শর্মাও।

তাঁদের নিয়েই শনিবার এক পার্টিতে দেখা গেল রবীনাকে। আর পার্টি যখন, সেলফি তো উঠবেই!


আর একটি ছবিতে রবীনার সঙ্গে প্রভাস ও অনুষ্কা। হাতে বাহুবলীর সেই তলোয়ার।



বাহুবলীর কাজ শেষ। ছবি আগের পরের সব হিটের রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছে। বাহুবলী প্রভাস এখন ব্যস্ত তাঁর আগামী ছবি সাহোর কাজে। রানাকে অল্পদিন আগে দেখা গিয়েছে তেলুগু পলিটিক্যাল থ্রিলার নেনে রাজু নেনে মন্ত্রী ছবিতে। রবীনা শেষ কাজ করেছেন রোম্যান্টিক ড্রামা শাব-এ।