মুম্বই: বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) সম্প্রতি কথা বলেছেন ছবিতে তাঁর অভিনয় প্রসঙ্গে। তিনি কখনও স্যুইমিং কস্টিউম পরেননি। কখনও তাঁকে পর্দায় চুম্বন করতে দেখা যায়নি। তবে, ধর্ষণের দৃশ্যে অভিনয় তিনি একটা শর্তেই করতে রাজী হন। নিজের কাজের নিয়ম নিয়ে কথা বললেন অভিনেত্রী।


রবিনা ট্যান্ডনের 'ওয়ার্ক পলিসি'-


সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন তাঁর 'ওয়ার্ক পলিসি' নিয়ে কথা বলেছেন। বি টাউনে তাঁকে শরীর নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। জানালেন, ইন্ডাস্ট্রিতে অভিনেতারা যা বলবেন, সেটাই শেষ করা হিসেবে ধরা হত। পাশাপাশি আরও জানাচ্ছেন. শরীর নিয়ে কটাক্ষ করায় মহিলাদের সবথেকে বড় শত্রু মহিলারাই। ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করার পর তিনি ছবির জগত থেকে বিরতি নেন। 


রবিনা ট্যান্ডন বলছেন, 'আমার অনেক দৃশ্যে অভিনয় নিয়েই অস্বস্ত্বি কাজ করত। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে, বহু নাচের দৃশ্যের কথা। অনেক সময়ই নাচের অনেক স্টেপ নিয়ে আমার সমস্যা হত। তখন আমি স্পষ্ট করে জানিয়ে দিতাম যে, শোনো এই স্টেপে আমি স্বচ্ছ্বন্দ নই। আমি এই স্টেপ করব না। আমি কখনও স্যুইমিং কস্টিউম পরতে চাইনি। কখনও পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করিনি। আমার নিজের অনেক নিয়ম ছিল। আমিই বোধহয় একমাত্র কোনও অভিনেত্রী, যে মাত্র একটা বা দুটো ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছি। আর আমার পোশাকে তার কোনও প্রভাব পড়েনি। আমার পোশাক একজন ঠিকঠাক থেকেছে।'


আরও পড়ুন - Akshay Kumar: ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন! কটাক্ষের শিকার অক্ষয় কুমার


তিনি আরও বলছেন, 'আমার পোশাক ছিঁড়বে না। এবার তুমি চাও তো ধর্ষণের দৃশ্য করতেই পারো। তাই তখন সবাই আমাকে উদ্ধত বলত। আমার কাছে 'ডর' ছবির প্রস্তাব এসেছে। কিন্তু ওখানে স্যুইমিং কস্টিউম পরার দৃশ্য ছিল। কিন্তু আমি তাতে স্বচ্ছ্বন্দ ছিলাম না। এমনকি লোলোর (করিশ্মা কপূর) ছবি 'প্রেম কয়েদি'র প্রস্তাব আমার কাছে প্রথমে এসেছিল। সেখানে একটা দৃশ্য ছিল যেখানে নায়ক পোশাকের চেন খুলে দিচ্ছে আর স্ট্র্যাপ দেখা যাচ্ছে। আমি সেই দৃশ্যের জন্য স্বচ্ছ্বন্দ ছিলাম না।'


প্রসঙ্গত, 'পাত্থর কে ফুল' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রবিনা ট্যান্ডন। নয়ের দশকে সেই ছবি দারুণ সাফল্য পায়। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। কখনও 'দুলহে রাজা', কখনও 'আন্দাজ আপনা আপনা'। কখনও আবার 'লাডলা' কিংবা 'বড়ে মিঞা ছোটে মিঞা'। অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।