কলকাতা: 'আরণ্যক' (Aranyak)-এর হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন রবিনা টন্ডন। একজন মহিলা অফিসারের ব্যক্তিগত ও কর্মজীবনকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একজন পুলিশ অফিসারের ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন রবিনা টন্ডন (Raveena Tandon)। ছবিতে তাঁর নাম কস্তুরী ডোগরা।


নেটফ্লিক্সের অরিজিনাল এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য়। ২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে একটি কেসের গল্পই বলা হয়েছে। তবে শুধুই কী দুজনের হারিয়ে যাওয়ার ঘটনা নাকি তার মধ্যে রয়েছে আরও অনেক রহস্য? পরতে পরতে জট খুলবে সিরিজের গল্প। এই ছবিতে রবিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন এক বঙ্গতারকা। পরমব্রত চট্টোপাধ্যায়। ট্রেলারে দেখা যায়, রবিনা অর্থাৎ কস্তুরীর ছেড়ে দেওয়া পদে বদলি হয়ে আসেন তিনি। ট্রেলারের প্রথমে তাঁদের দুজনের সম্পর্ক কিছুটা তিক্ত দেখানো হলেও, ট্রেলারের কিছু অংশ ইঙ্গিত দেয়, একে অপরের সঙ্গে হাত মিলিয়েই কেসের হদিশ করছেন তাঁরা। 


ছবিতে নিজের চরিত্র নিয়ে রবিনা জানান, ছবিতে পুলিশ অফিসার কস্তুরী ডোগরা চরিত্র ভীষণ কঠিন একজন নারীর। রবিনা আরও বলেন, 'পর্দায় পুলিশ অফিসার কস্তুরী ডোগরা একজন স্বাধীন নারী ও দাপুটে পুলিশ অফিসার। সে তাঁর জীবনে একটা বড় কেসের অপেক্ষা করছে। তাঁর সহকর্মীরা সবাই পুরুষ। কিন্তু সে একজন নারী হিসেবে ছাপ ফেলতে চায় তাঁর কাজে, কেরিয়ারে। পরিবারের দিন থেকেও সে মানসিক সাহায্য ও ভরসা প্রত্যাশা করে যেটা মেয়েরা অনেক সময়েই পায় না। কাজের মধ্যে থেকেও ওর কাছে বড় হল পরিবার, শ্বশুরবাড়ির পরিবার, ও তার বাচ্চারা। এই বিষয়টাই আমায় সবচেয়ে বেশি আকর্ষণ করে পুলিশ অফিসার কস্তুরী ডোগরার চরিত্রে।  এই মহিলা পুলিশ অফিসারের মানসিক পরিস্থিতির সঙ্গে হয়ত অনেক নারীই নিজের মিল খুঁজে পাবে।'


বিনয় ওয়ালকুলের পরিচালনায় তৈরি হয়েছে এই থ্রিলার। কেবল অভিনয় বা চিত্রনাট্য নয়, ট্রেলার দেখে আন্দাজ করা যায়, পাহাড় ও জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি এই ছবি মন কাড়বে দৃশ্যপটেও।