মুম্বই: পালঘর গণপিটুনির ঘটনায় মৃত গাড়িচালকের পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন। ট্যুইটারে পোস্ট করে অনুরাগীদের জানালেন সাহায্য করার আর্জি।


মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত সরকার থেকে সাধারণ মানুষ। দুই সাধু সহ এক গাড়িচালককে পিটিয়ে মারার অভিযোগে আটক করা হয়েছে ৫ মূল অভিযুক্ত সহ ১১০ জনকে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ওই ঘটনায় মৃত গাড়িচালকের বয়স মাত্র ২৯ বছর, নাম নিলেশ। পরিবারে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে তাঁর।

নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে রবীনা লেখেন, 'পালঘরকাণ্ডে মৃত গাড়িচালক নিলেশের পরিবারে দুটি ছোট মেয়ে, মা ও স্ত্রী রয়েছেন। তাঁর পরিবারের পাশে নিজের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করুন।' সেই সঙ্গে লিখে দেন টাকা পাঠানোর সমস্ত বিশদ তথ্য।



অভিনেত্রীর এই পদক্ষেপ প্রশংসা পেয়েছে নেটিজেনজদের।