মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত সরকার থেকে সাধারণ মানুষ। দুই সাধু সহ এক গাড়িচালককে পিটিয়ে মারার অভিযোগে আটক করা হয়েছে ৫ মূল অভিযুক্ত সহ ১১০ জনকে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ওই ঘটনায় মৃত গাড়িচালকের বয়স মাত্র ২৯ বছর, নাম নিলেশ। পরিবারে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে তাঁর।
নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে রবীনা লেখেন, 'পালঘরকাণ্ডে মৃত গাড়িচালক নিলেশের পরিবারে দুটি ছোট মেয়ে, মা ও স্ত্রী রয়েছেন। তাঁর পরিবারের পাশে নিজের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করুন।' সেই সঙ্গে লিখে দেন টাকা পাঠানোর সমস্ত বিশদ তথ্য।
অভিনেত্রীর এই পদক্ষেপ প্রশংসা পেয়েছে নেটিজেনজদের।