বেঙ্গালুরু: করোনা লকডাউনের মধ্যে ডেলিভারি বয় সেজে সাপ বিক্রির চেষ্টা। দাম হেঁকেছিল নেহাত কম নয়, ৫০ লাখ টাকা। পুলিশ হাতে নাতে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর ২ যুবককে।


সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, ধৃতদের নাম মহম্মদ রিজওয়ান ও আজার খান। অভিযোগ, তাদের ডেলিভারি বক্সে ছিল ২ মাথার দুটি স্যান্ড বোয়া সাপ। এক শ্রেণির মানুষের কাছে এই সাপের দারুণ চাহিদা, কাজে লাগে ওষুধবিষুধ তৈরিতে, আবার অনেকের ধারণা, এতে সৌভাগ্য আসে। তাই লকডাউনের মধ্যেই রিজওয়ান ও আজার ৫০ লাখ টাকার বিনিময়ে এই সাপ বিক্রির ফন্দি আঁটে।  তাদের বিরুদ্ধে বন্য়প্রাণী সংরক্ষণ আইনের ৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে।