পাক সংবাদিক ওমর কুরেশি ভারতের এই পদক জয়ের আনন্দকে কটাক্ষ করে বলেন, এবারের অলিম্পিকে ভারত ১১৯ জন প্রতিযোগীকে পাঠিয়েছিল। আর সেই ১১৯ জনের মধ্যে অবশেষে একজন ব্রোঞ্জ জিতেছেন। এবার ভারতীয়রা বিষয়টাকে এমনভাবে দেখাবেন, যেন তাঁরা এই গ্রেটেস্ট শো অন আর্থে কুড়িটি সোনার পদক জিতেছেন।
পাক সাংবাদিকের এই আক্রমণকে ভালভাবে নেননি অমিতাভ বচ্চন। টুইটারে তিনি এই কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন সঙ্গে সঙ্গে। বিগ বি টুইট করেছেন, 'হ্যাঁ আমার কাছে সাক্ষীর পদক জয় একসঙ্গে হাজার সোনার মেডেল জয়ের সমান, অথবা তার থেকেও কিছু বেশি। তিনি আরও লেখেন আমি গর্বিত বোধ করি সাক্ষীর জন্যে, কারণ তিনি একজন ভারতীয় এবং অবশ্যই নারী বলে'।
পাক সাংবাদিকের এই টুইটে মারাত্মক চটেছেন অন্য টুইটারাইটরাও। তবে সবচেয়ে কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা বিগ বি-ই।
পাক সাংবাদিক ওমর কুরেশি টুইট করেছিলেন,