লাহোর: বাহুবলী-টু, হাফ গার্লফ্রেন্ড-এর মতো ভারতীয় ছবিগুলি ভাল সাড়া পাচ্ছে, তাই সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে সচিন তেন্ডুলকরের বায়োপিক 'সচিন-এ বিলিয়ন ড্রিমস'-ও দেখাতে আগ্রহী পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা। পাকিস্তান ফিল্মস এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান জোরেইব লাসারি বলেছেন, 'সচিন' আমদানি করতে আমরাও চাই। তবে আগে সেন্সর বোর্ডের অনুমোদন লাগবে। পাকিস্তানের সিনেমা হলগুলি ভারতীয় ছবিকে কেন্দ্র করে ভাল ব্যবসা করে বলেও জানান তিনি। বলেন, এখনও অবধি ভারত থেকে এনে যে ছবিই দেখানো হয়েছে, ভাল ব্যবসা হয়েছে। তবে সচিনের জীবনীভিত্তিক ছবিটি পাকিস্তানে এই মূহূর্তে রিলিজ করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তার ডিস্ট্রিবিউটর অনিল থাদানি। তিনি বলেছেন, সাধারণত ডিস্ট্রিবিউটররা আমাদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানে দেখানোর জন্য নিয়ে যান। কিন্তু এখনও পর্যন্ত আমরা ওঁদের তরফে কোনও আগ্রহ দেখিনি। দু দেশের চলতি সংঘাতের জন্যই কি 'সচিন' পাকিস্তানে রিলিজ না করার সিদ্ধান্ত, জানতে চাওয়া হলে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি থাদানি। তবে তিনি বলেন, ছবিটা পাকিস্তানে মুক্তি না পেলে ব্যবসা হাতছাড়া হবে। কিন্তু কাউকে উদ্যোগ নিতে হবে।