আসল বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত: সলমনের ‘ধর্ষণ-মন্তব্য’ প্রসঙ্গে সোনাক্ষী
Web Desk, ABP Ananda | 04 Jul 2016 12:16 PM (IST)
মুম্বই: সলমন খানের ধর্ষণ নিয়ে বলা বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। সোনাক্ষী বলেন, আসল বিষয়টির ওপর ফোকাস করা উচিত। প্রসঙ্গত, সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘সুলতান’ নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, শ্যুটিংয়ের জন্য শারীরিক কসরতের পর নিজেকে ধর্ষিতা মহিলার মত মনে হত। এই মন্তব্য ঘিরেই নিন্দার ঝড় ওঠে। এই মন্তব্যের জেরে তাঁর ক্ষমা চাওয়ার দাবি উঠলেও ক্ষমা চাননি সলমন। বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চান। সোনাক্ষীর আসন্ন ছবি ‘আকিরা’-র ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শত্রুঘ্ন-তনয়া বলেন, আমার মনে হয়, এই নিয়ে অনেক কিছু বলা হয়ে গিয়েছে। যথেষ্ট আলোকপাত করা হয়েছে। এটাতে এত মনোযাগ দেওয়া উচিতই নয়। আরও বলেন, আমি এর থেকে দূরে থাকতে চাই। এসব বাদ দিয়ে আসল বিষয়টিতে ফোকাস করা উচিত। সোনাক্ষী বলেন, ব্যক্তিগতভাবে আমি যেটা ঠিক মনে করি, সেটাকেই সমর্থন করি।