সলমনের ‘ধর্ষিতা’ মন্তব্য: ‘দুর্ভাগ্যজনক, অসংবেদনশীল’, নিন্দা আমিরের
Web Desk, ABP Ananda | 04 Jul 2016 09:42 AM (IST)
মু্ম্বই: সলমন খানের ‘ধর্ষিতা’ উপমামূলক মন্তব্যের নিন্দা শোনা গেল বলিউডের আরেক খানের গলায়। সম্প্রতি, নিজের ছবি ‘দঙ্গল’-এর প্রচারে এসে সলমন খানের মন্তব্যের প্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন আমির খান। তিনি বলেন, আমি ওই সময়ে (সলমন যখন ওই মন্তব্য করে) উপস্থিত ছিলাম না। যতটুকু জেনেছি, সবটাই সংবাদমাধ্যম থেকে। যদি খবরকে সত্যি ধরেই নিই, তাহলে আমার মনে হয় ও যা বলেছে তা দুর্ভাগ্যজনক এবং অসংবেদনশীল। সলমনকে এই মর্মে তিনি কোনও উপদেশ দেবেন কি না প্রশ্ন করায়, আমির উত্তর দেন, আমি কে ওকে উপদেশ দেওয়ার! একইসঙ্গে, তিনি এ-ও জানিয়ে দেন, এই ইস্যুতে তাঁর সঙ্গে সলমনের কোনও কথা হয়নি। সম্প্রতি ‘সুলতান’ ছবির শুটিংয়ের অমানুষিক পরিশ্রমের কথা বোঝাতে গিয়ে সলমন এক সাক্ষাৎকারে বলেন, শ্যুটিংয়ের পর কুস্তির আখড়া থেকে বেরোনোর সময় আমার নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হতো। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না। সলমনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। দ্বিধাবিভক্ত হয়ে যায় বলিউড। মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সাতদিনের মধ্যে তাঁকে ক্ষমা চাইতে বলে চিঠি পাঠায় জাতীয় মহিলা কমিশন। কিন্তু জবাব না মেলায় অভিনেতার বিরুদ্ধে সমন জারির সিদ্ধান্ত নেয় কমিশন। আগামী ৮ জুলাই সলমন খানকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন।