নয়াদিল্লি: 'বিগ বস' (Bigg Boss OTT 2) মানেই একগুচ্ছ ড্রামা (drama)। 'বিগ বস ওটিটি ২' পৌঁছেছে একেবারে শেষ পর্যায়ে। সেখানেও থামছে না তাদের ড্রামা। শোনা যাচ্ছে, দর্শক নাকি লাইভ স্ট্রিমিং (Live Streaming) চলাকালীন বিগ বসের বাড়িতে একটি সেলফোন (cell phone) দেখতে পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ফলে এখন দর্শকদের দাবি, এই অনুষ্ঠানটাও নিশ্চয়ই পুরোটা 'স্ক্রিপ্টেড' (scripted) অর্থাৎ সাজানো।
'বিগ বস ওটিটি ২'-এ দেখা গেল একটি সেলফোন, সোশ্যাল মিডিয়ায় মিম-ঝড়
'বিগ বস ওটিটি ২'-এর একটি স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পূজা ভট্ট ও বেবিকা ধুর্ভে কথা বলছেন বাগানে বসে। সেখানে পূজা ভট্টের ঠিক পাশেই সোফার ওপরেই রাখা রয়েছে একটি মোবাইল ফোন।
এই দৃশ্যে হতবাক দর্শক। এক নেটিজেন কমেন্ট করেন, 'এবার তো প্রমাণ পাওয়া গেল... এই হল বিগ বসের সত্যতা।' অপর একজন লেখেন, 'মানুষ এখনও বিশ্বাস করবে না যে অনুষ্ঠানটা স্ক্রিপ্টেড।' অনেকেই আবার মনে করালেন যে একবার এলভিস যাদব বলেছিলেন যে পূজা ভট্ট বিগ বস হাউজে সেল ফোন ব্যবহার করেন। একজন লেখেন, 'এর মানে এলভিস ঠিকই বলছিল যে ওঁর কাছে ফোন আছে।' অপর একজন লেখেন, 'এলভিসের সন্দেহ তার মানে সত্যি হল।'
অনেকেই আবার এই অনুষ্ঠান নিয়ে তৈরি করে ফেলেছেন মিম। ব্যঙ্গ বিদ্রুপের ছড়াছড়ি। একজন ঠাট্টা করে লেখেন, 'আমার তো মনে হচ্ছে যে ও নিজেই জিও সিনেমা থেকে নিজেকে ভোট করছে ফোন থেকে।' অপর একজন মজা করে লেখেন, 'আরে ওটা চকোলেট রে ভাই'। কেউ লেখেন ওটা নাকি 'চিউয়িং গাম'-এর প্যাকেট।
আরও পড়ুন: 'Don 3': 'এর জন্য 'ডন ৩'র অপেক্ষা করছিলাম না', রণবীর সিংহকে 'ডন' রূপে দেখে 'হতাশ' নেটিজেনদের একাংশ
প্রসঙ্গত, এর আগে এলভিস বলেছিলেন যে তিনি নাকি এলিমিনেশন সংক্রান্ত নোটিফিকেশন দেখেছিলেন পূজার ফোনে। তার উত্তরে পূজা বলেছিলেন, 'ও তুমি ওটা ফোনে দেখেছিলে, আমি সেটা বাইরে ফেলে এসেছি।' এই নিয়ে যখন জোর তরজা সোশ্যাল মিডিয়ায়, তখন আবার নেটিজেনদের একাংশের দাবি, এই ছবিটি এডিটেড। মানে আসলে সেখানে ফোন নেই, ছবিটি নাকি নকল!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial