Web Series On Prashant Kishor: প্রশান্ত কিশোরকে নিয়ে ওয়েব সিরিজ বানাতে চায় শাহরুখের সংস্থা?

কংগ্রেস নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করার পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন পিকে ওরফে প্রশান্ত কিশোর? আর তাঁর জীবন নিয়ে ওয়েব সিরিজ বানাবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস! সেই বিষয়ে আলোচনা করতেই নাকি পিকের সঙ্গে বৈঠকে বসছেন বলিউডের কিং খান। বলিউডে ছড়িয়েছে এমনই গুঞ্জন। তবে এখনও এই চুক্তিতে পিকে শীলমোহর দেননি বলেই সূত্রের খবর।

Continues below advertisement

মুম্বই: কংগ্রেস নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করার পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন পিকে ওরফে প্রশান্ত কিশোর? আর তাঁর জীবন নিয়ে ওয়েব সিরিজ বানাবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস! সেই বিষয়ে আলোচনা করতেই নাকি পিকের সঙ্গে বৈঠকে বসছেন বলিউডের কিং খান। বলিউডে ছড়িয়েছে এমনই গুঞ্জন। তবে এখনও এই চুক্তিতে পিকে শীলমোহর দেননি বলেই সূত্রের খবর।

Continues below advertisement

আজ সন্ধ্যে শাহরুখের মুম্বইয়ের বাংলাতে তাঁর সঙ্গে দেখা করা কথা ছিল প্রশান্ত কিশোরের। তাঁদের মধ্যে বৈঠকের বন্দোবস্ত করেছে 'রেড চিলিজ'-ই। তবে সেই বৈঠকের কী সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

আজ কংগ্রেস নেতা শরদ পওয়ারের বাড়ি 'সিলভার ওক'-এ গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রশান্ত কিশোর। তাঁদের মধ্যে ৩ ঘণ্টা কথাবার্তা হয়। যদিও বৈঠক সেরে বেরনোর পর সংবাদ মাধ্যমের কাছে বৈঠক নিয়ে মুখ খোলেননি প্রশান্ত কিশোর। চুপ ছিলেন শরদ পওয়ারও। কিন্তু সূত্রের খবর, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেছিলেন শরদ পওয়ার।

অন্যদিকে, খুব তাড়াতাড়ি রুপোলি পর্দায় মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিটি। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকেও। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে সলমন খানকে।

পশ্চিমবঙ্গের সঙ্গে শাহরুখের সুসম্পর্ক নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি উপস্থিত থেকেছেন একাধিক অনুষ্ঠানে। এমনকি ভার্চুয়াল মঞ্চেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় উপস্থিত থেকেছেন শাহরুখ। তাঁকে রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যও আমন্ত্রণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনই পিকে জানিয়েছিলেন, রাজনীতির ময়দান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভোটকৌশলীর কাজ আর করবেন না। পরবর্তী জীবন ও পেশা সংক্রান্ত একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছিলেন পিকে। কিন্তু সেই বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola