মুম্বই: সদ্য কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুখবরটা দিয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। তিনি অন্তঃসত্ত্বা (Alia Bhatt Pregnant)। মা হতে চলেছেন। তাঁর এবং রণবীর কপূরের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, স্ক্রিনে ফুটে উঠেছে তাঁর গর্ভে থাকা সন্তানের ছবি। যদিও গর্ভের সন্তানের ছবি ইমোজির মাধ্যমে ঢেকেও রেখেছেন তিনি। কাছেই বসে রয়েছেন রণবীর (Ranbir Kapoor)। দুজনেই তাকিয়ে স্ক্রিনের দিকে। অন্য একটি ছবিতে সিংহ দম্পতি ও তাদের সন্তানের ছবি দিয়েছেন। ছবি পোস্ট করে আলিয়া ভট্ট লিখেছেন যে, তাঁদের সন্তান আসছে শীঘ্রই। স্বাভাবিকভাবেই বি টাউনের দুই জনপ্রিয় তারকার এই সুখবরে উচ্ছ্বসিত নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, এটা কি জানেন, এক নেট নাগরিক দু'মাস আগেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করেছিলেন?
দু'মাস আগেই ফাঁস হয় আলিয়া ভট্টের অন্তঃসত্ত্বা হওয়ার খবর-
মা হতে চলার খবর আলিয়া ভট্টের ঘোষণা করার দু'মাস আগেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন এক নেট নাগরিক। এক রেডিট ব্যবহারকারী লেখেন যে, আলিয়া ভট্ট অন্তঃসত্ত্বা। সূত্র হিসেবে লেখেন, অভিনেত্রীর বন্ধু / মেকআপ আর্টিস্টের সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর এই পোস্টের পরই ভুয়ো খবর চিহ্নিত করে তাঁর পোস্টটি ব্যান করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই রেডিট ব্যবহারকারীর অ্যাকাউন্টটিও ব্যান হয়ে যায়। যদিও পরবর্তীকালে অনেক চেষ্টার পর নিজের অ্যাকাউন্ট ফেরত পান ওই ব্যবহারকারী। এই খবর এখন প্রকাশ্যে আসার পর গুঞ্জন রটেছে, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন আলিয়া?
আরও পড়ুন - Dunki: রাজকুমার হিরানির 'ডাঙ্কি'তে শাহরুখের বিপরীতে নায়িকা কে?
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই বিয়ে সেরেছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। অভিনেতার পালি হিলের বাড়িতে বসেছিল বিয়ের আসর। দুই পরিবারের সদস্যরা ছাড়া রণবীর - আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। বিয়ের পর বলিউডের অন্যান্য তারকাদের জন্য দেওয়া হয়েছিল বিশাল পার্টি। শাহরুখ খান থেকে বি টাউনের প্রায় সমস্ত তারকাই উপস্থিত ছিলেন সেখানে। সম্প্রতি আলিয়া ভট্টের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার পরই অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, রকুলপ্রীত সিংহ, গ্যাল গ্যাডট এবং আরও অনেক তারকা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।