মুম্বই: মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত তিনটে নাগাদ মৃত্যু হয় প্রখ্যাত অভিনেত্রী রিমা লাগুর। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলিউড। শোকস্তব্ধ অমিতাভ বচ্চন, ঋষি কপূরের টুইট, 'তোমাকে মিস করব'।

তাঁর এই হঠাৎ প্রয়াণে টুইটারে শোকবার্তা পাঠিয়েছেন রুপোলি দুনিয়ার বহু অভিনেতা-অভিনেত্রী।





 



 


 



 


 



রিমা লাগু ছিলেন মরাঠি নাট্য জগতের এক কিংবদন্তী শিল্পী। বলিউডের বিভিন্ন হিট ছবিতে সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, কাজল, সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় করা কয়েকটি হিট বলিউডি ছবির মধ্যে রয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘বাস্তব’, ‘কাল হো না হো’, ‘সাজন’, ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ইয়ে দিল্লাগি’, ‘আক্রোশ’, ‘ইয়েস বস’, ‘কলিযুগ’, ‘দিওয়ানে’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘পাত্থর কে ফুল’-এর মতো একাধিক ছবি। তাঁকে ছোটপর্দায় ‘তু তু ম্যায় ম্যায়’ এবং শ্রীমান-শ্রীমতীতেও কাজ করতে দেখা গিয়েছে।

রিমা লাগুর জন্ম ১৯৫৮ সালের নয়ন খাদবাডেতে। তাঁর মাও বিখ্যাত মরাঠি অভিনেত্রী ছিলেন। পুণেতে স্কুল শেষের পরই অভিনয়ে হাতেখড়ি রিমা লাগুর। তিনি সেরা সাপোর্টিং অ্যাকট্রেস হিসেবে চারবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন। তাঁর এক মেয়ে রয়েছে। গতকাল রাত একটা নাগাদ বুকে যন্ত্রণা করায় তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান তাঁর জামাই। সেখানেই রাত তিনটে পনেরো তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।