কলকাতা: ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বাঙালির অত্যন্ত পছন্দের গায়িকা (singer) ও সঙ্গীত পরিচালক (music director) জুটি লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty) ও রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)। গানে গানে এবার রবীন্দ্রনাথ (Rabindranath Thakur) ও নজরুল (Kazi Nazrul Islam) স্মরণে লগ্নজিতা ও রণজয়।
গানে গানে রবীন্দ্র-নজরুল স্মরণ
শুরু হয়েছিল 'প্রেমে পড়া বারণ' গান দিয়ে। সেই থেকে এই কণ্ঠ শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটিকে সঙ্গে নিয়েই দুই কবির জন্মদিনের মাসে 'জে এস ই মিউজিক' নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও। যার নাম 'কবি স্কোয়ার'।
বাংলা সাহিত্য ও সঙ্গীতের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। এক অনবদ্য ফিউশনের মধ্যে দিয়ে পরিবেশনা হতে চলেছে এই মিউজিক ভিডিওর গান। মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর 'জে এস ই মিউজিক'-এর কর্ণধার জোনাই বাগচী সিংহ। মিউজিক ভিডিওতে রবি ঠাকুরের গানের অংশ গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী ও নজরুল গীতির অংশ পরিবেশন করেছেন রণজয় ভট্টাচার্য।
এই বিশেষ মিউজিক ভিডিও বিষয়ে কী বলছেন লগ্নজিতা চক্রবর্তী? গায়িকার কথায়, 'রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গান ছাড়া তো বাংলা গানের বৃত্তটা শেষ করা যায় না। যখন এই গানের প্রস্তাব আমার কাছে এল, তখন থেকেই খুব ভাল লেগেছিল। রবীন্দ্রসঙ্গীত গাইতে সব সময়েই খুব ভাল লাগে, রণজয়ের নজরুলগীতি সত্যিই এই ফিউশনে অন্য মাত্রা এনে দিয়েছে।'
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ
অন্যদিকে রণজয়ও এই মিউজিক ভিডিওর অংশ হতে পেরে আনন্দিত। তিনি বলেন, 'লগ্নজিতার সঙ্গে গান নিয়ে কাজ করা সব সময়েই খুব সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি করে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মিউজিক ভিডিওর জন্য সকলেই খুব যত্ন করে কাজ করেছে। আশা করি এই ফিউশন সকলের ভাল লাগবে।'
আগামী ২৮ মে 'জে এস ই মিউজিক'-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও।