মুম্বই: বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার (Remo D'souza) শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনসের (Jason Savio Watkins) মৃতদেহ উদ্ধার হল মুম্বইয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ পাঠিয়েছে মুম্বইয়ের কুপার হাসপাতালে। 


ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুম্বই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রেমো ডিসুজার শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনস খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। কারণ হিসেবে জানা যাচ্ছে, মৃতদেহর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। 


জেসন স্যাভিও ওয়াটকিনসের পরিবারের পক্ষ থেকে জানা যাচ্ছে, তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। গত প্রায় তিনটে বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মূলত তাঁর মা মারা যাওয়ার পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন জেসন স্যাভিও ওয়াটকিনসের। আর তারপরই আচমকা এই মর্মান্তিক ঘটনা ঘটে। 


আরও পড়ুন - Siddharth Summoned : সাইনাকে মানহানিকর মন্তব্যের জন্য 'রং দে বাসন্তী' অভিনেতা সিদ্ধার্থকে সমন পাঠাল পুলিশ


কোরিওগ্রাফার রেমো ডিসুজার স্ত্রী লিজলি তাঁর ভাইয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে।  ছবি শেয়ার করে তিনি লেখেন, 'কেন এরকম করলে? কেন? আমরা কখনও তোমাকে ক্ষমা করতে পারব না।' এই ঘটনার প্রেক্ষিতে রেমো ডিসুজার কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


২০২২-এর সবে শুরু হয়েছে। গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। বহু মানুষ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মানুষ আশা করেছিল হয়তো ২০২২ একটু ভালো যাবে। কিন্তু বছরের শুরু থেকেই বলিউডে একের পর এক দুঃখজনক খবর। সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি নৃত্যশিল্পী এবং বলিউডের কোরিওগ্রাফার পণ্ডিত বিরজু মহারাজ। আর তারপরই বলিউডের আর এক জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজার পরিবারেও ঘটল মর্মান্তিক ঘটনা।