চেন্নাই: তামিলনাড়ুর পুলিশের পক্ষ থেকে সমন পাঠানো হল 'রং দে বাসন্তী' অভিনেতা সিদ্ধার্থকে (Siddharth)। সম্প্রতি পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাস্তা যেভাবে আটকান হয়, তাতে কেন্দ্র করে নিজের মত জানিয়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই প্রেক্ষিতেই সাইনা নেহওয়ালকে একহাত নিতে গিয়ে মানহানিকর মন্তব্য করে বসেন অভিনেতা সিদ্ধার্থ। তারপরই অবস্থা পৌঁছল থানায়। 


চেন্নাই পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল জানিয়েছেন, 'হায়দরাবাদ পুলিশ যে মামলা করেছিল, তার প্রেক্ষিতেই সমন পাঠানো হয়েছে অভিনেতা সিদ্ধার্থকে। তবে এটা অভিনেতার বিরুদ্ধে কোনও অপরাধমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নয়। শুধুমাত্র তাঁর মানহানিকর মন্তব্যের মামলায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।'


আরও পড়ুন - Kajol On Instagram: নয়ের দশকের ছবি শেয়ার করে কী বার্তা দিলেন কাজল?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পঞ্জাবে গিয়ে কৃষক বিক্ষোভের সম্মুখীন হন। তাঁর গাড়ি আটকে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। এরপর সোশ্যাল মিডিয়ায় সাইনা নেহওয়াল লেখেন, 'যে দেশে স্বয়ং প্রধানমন্ত্রীকে এরকম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?' এই মন্তব্যের পাল্টা বলতে গিয়ে সীমা অতিক্রম করেন অভিনেতা সিদ্ধার্থ। তাই গত ১২ জানুয়ারি হায়দরাবাদ সাইবার পুলিশ অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে একটি মামলায় দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ নং ধারায় (মহিলাকে অপমানজনক মন্তব্য ও হেনস্থা) এবং তথ্য সম্প্রচার আইনের ৬৭ নং ধারা অনুযায়ী অভিনেতার নামে মামলা দায়ের করা হয়। হায়দরাবাদ পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম বিশেষজ্ঞ অতিরিক্ত ডিসিপি কেভিএম প্রসাদ এএনআইকে বলেছেন, 'প্রেরণা নামে এক ভদ্রমহিলা সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেছেন অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের নামে টুইটার হ্যান্ডলে আপত্তিকর মন্তব্যের জন্য সিদ্ধার্থের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।' প্রসঙ্গত, সিদ্ধার্থ অবস্থা এতদূর গড়ানোর আগেই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সাইনা নেহওয়ালও এই বিষয়ে আর এগোননি, যেহেতু সিদ্ধার্থ প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে প্রেরণার দায়ের করা মামলার প্রেক্ষিতে সিদ্ধার্থকে সমন পাঠানো হয়েছে।