মুম্বই: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অব্যাহতি পেয়েছেন সলমন খান। আদালতের রায় সম্পর্কে মন্তব্য করে ভাইজান-এর ভক্তকূলের ক্ষোভের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রেণুকা শাহানে। সোশ্যাল মিডিয়ায় ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সলমনের ‘ভাবী’কে কটাক্ষে বিদ্ধ করেছে ভক্তকূল। এবার তাঁর ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিলেন রেণুকা। তাঁর দাবি, তিনি কোনওভাবেই সলমনের দিকে আঙুল তোলেননি। তিনি শুধুমাত্র বিচারব্যবস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রেণুকার দাবি, তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে রেণুকা বলেছেন, আমি জানি সলমনের ভক্তরা খুবই আহত হয়েছেন এবং আমাকে সলমন-বিরোধী তকমা দেওয়া হচ্ছে। কিন্তু লোকজন সম্পূর্ণ পোস্টটি না পড়ে বা না বুঝেই প্রতিক্রিয়া দিচ্ছেন। আমি মোটেই সলমনের বিরুদ্ধে নই বা পোস্টটিও সেরকম কিছু নয়। আমার সঙ্গে সলমনের সবসময়ই আন্তরিক সম্পর্ক রয়েছে। রেণুকা বলেছেন, ফেসবুক পোস্টে তিনি যে প্রশ্নটি তুলেছেন তা তাঁর মনে বহুদিন ধরেই ছিল। দেশের বিচারব্যবস্থা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। মামলা এতদিন ধরে চলে কেন? কোনও মামলা শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা থাকবে না কেন? এই মামলাটি কেন ২৫ বছর ধরে চলল। এতে মামলার সঙ্গে যুক্তদের তো একটা মানসিক চাপের মধ্যে এতগুলি বছর ধরে থাকতে হয়েছে। রেণুকা প্রশ্ন তুলেছেন, এই মামলার প্রত্যক্ষদর্শীদের কী হল? সাধারণ একজন করদাতা হিসেবে এই প্রশ্ন করার অধিকার তাঁর রয়েছে। তিনি বলেছেন, কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক নয়। কিন্তু আমি নিশ্চিত যে, এটা শুধু আমারাই জিজ্ঞাসা নয়। আর এই প্রশ্ন তো শুধু সলমনের মামলার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বছরের পর বছর ধরে চলা অন্যান্য মামলাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।অনেকেই বলেছেন যে, এটা প্রচার পাওয়ার জন্য। কিন্তু তা একেবারেই ঠিক নয়। রেণুকা বলেছেন, আমি বলেছিলাম যে, সেলিব্রিটি হওয়ার মূল্য যেন সলমনকে চোকাতে না হয়। আইন যেন প্রত্যেকের জন্যই সমান হয়।