কলকাতা : নৈহাটির বড়মা। মা তাঁর সন্তানদের কখনও মলিন মুখে ফেরান না। মা ভক্তদের সদিচ্ছাপূরণ করেনই। কথিত আছে দেবী তাঁর সন্তানদের কষ্ট দেখতে পারেন না। তাই মায়ের কাছে করা আন্তরিক প্রার্থনা বিফলে যায় না। তাই মনোবাসনা পূর্ণ হলে সকলেই মায়ের কাছে ফিরে আসেন। আর ভক্তরা মাকে সাজিয়ে দেন সোনা রুপোর সাজে। ভক্তের ইচ্ছেতেই সেজে ওঠেন মা। সারা দেহ ভরে ওঠে অলঙ্কারে।

  


নৈহাটির বড়মার রূপ নয়নাভিরাম। তার উপর তিনি যখন গয়নাগাটি ও বেনারসি শাড়ি পরেন, তখন তাঁকে দেখে ভরে যায় দুই চোখ। গত বছর ছিল বড় মায়ের শতবর্ষের পুজো। গতবছরই অপরূপ সাজে সেজে ওঠেন তিনি। ১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে গত বছর সজ্জিতা ছিলেন ঘন কৃষ্ণবর্ণ মা কালী, বড় মা। এ বছর ১০১ তম বর্ষে বড় মা -র পুজো। এবার মায়ের গয়নার ভাণ্ডার বেড়েছে আরও। সেই সঙ্গে দেবী মূর্তির সঙ্গে যুক্ত হয়েছে রুপোর চালচিত্র। আর তাতে কৃষ্ণবর্ণা মায়ের রূপ দেখে জগৎ ভুলছেন ভক্তরা। বড়-মার নৈহাটী বড়কালী পূজা সমিতি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এ বছর মাকে নিবেদন করা হয়েছে রুপোর ঘট ও চাবি। সেই সব মিলিয়ে ৩৫ থেকে ৪০ কেজি রুপো ব্যবহৃত হয়েছে। ভক্তরা মাকে যে রুপোর গয়না দেন, তা থেকেই এগুলি গড়ানো হয়েছে।  


পুজোয় বরাবরই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। পুজো কমিটি ও প্রশাসনের তরফে থাকছে বিশেষ ব্যবস্থা। পুলিশের কড়া নজরের সঙ্গে থাকবে শয়ে শয়ে স্বেচ্ছাসেবক।  প্রত্যেক বছরের মত এ বছরও লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে বলেই অনুমান পুজোর উদ্যোক্তাদের।  


এবার মায়ের পুজো হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু দুপুর ৩টে ৯মিনিটে। পুজো শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯মিনিটে। প্রতিমা দর্শনের সুযোগ পাওয়া যাবে বুধবার থেকে সোমবার পর্যন্ত। সোমবার সকালে প্রতিমার বিসর্জনের পুজো। প্রতিদিনই প্রসাদ পাবেন ভক্তরা। কালীপুজোর দিন অন্নভোগ পান ভক্তরা। এছাড়া সন্দেশ ভোগ পাওয়া যাবে প্রতিদিনই। রাতে সন্ধ্যারতির পর শীতল ভোগ বিতরণ হবে। বড়-মার পুজো চলাকালীন অর্থাৎ বুধবার ৩০/১০/২৪ থেকে সোমবার ৪/১১/২৪ পর্যন্ত মূল মন্দির বন্ধ থাকবে সর্বসাধারণের জন্য।    


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন :


নৈহাটির বড় মা-র কাছে কালীপুজোয় অঞ্জলি দেবেন? কখন পৌঁছতে হবে ? মানতে হবে কী নিয়ম?