তবে সম্প্রতি এক ব্যক্তি শাহরুখ খানের ছবি ‘জব হ্যারি মেট সেজল’ দেখতে দেখতে বিদেশমন্ত্রীকে টুইট করেন। সেই টুইটের উত্তরে সুষমা কোনও জবাব না দিলেও, সেই টুইটটি মারাত্মক ভাইরাল হয়েছে।
পুণেবাসী সেই ভদ্রলোক শাহরুখ-অনুষ্কার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি দেখে কার্যত বিরক্ত হয়ে সুষমাকে টুইট করেন, ‘আমাকে বাঁচান’। এই সেই বিখ্যাত টুইট।
গত তিনদিনে এই টুইটটি দেড় হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে, ২, ৪০০ বার লাইক করা হয়েছে।
সুষমা জবাব না দিলেও, টুইটারাইটরা কিন্তু প্রতিক্রিয়া দিতে কার্পণ্য করেননি।
তবে বিদেশমন্ত্রীকে এই প্রথম এধরনের অদ্ভূত অনুরোধ করে টুইট কেউ করলেন না, এর আগে একজন তাঁর ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার জন্যে সাহায্য চেয়ে পাঠান বিদেশমন্ত্রীর কাছে। আরেকজন গাড়ি খারাপ হয়ে গেছে বলে টুইট করেন। অন্য একজন মঙ্গল গ্রহ থেকে তাঁকে উদ্ধারের আর্জি জানান। তবে তাঁকে দেওয়া সুষমার পাল্টা জবাবও পরে ভাইরাল হয়ে যায়।