মুম্বই: ১১ অক্টোবর তাঁর জন্মদিন, ৭৫-এ পড়বেন তিনি। কিন্তু অমিতাভ বচ্চন বলেছেন, তিনি চান না, তাঁর জন্মদিন নিয়ে লোকে হইচই করুক।

ব্লগে বিগ বি বলেছেন, অনেকে হুমকি দিচ্ছে, ৭৫ বছরের জন্মদিন নিয়ে জমিয়ে হইচই করবে তারা। কিন্তু তাঁর পরিষ্কার কথা, এ ধরনের কোনও অনুষ্ঠানে মত দেবেন না তিনি, হওয়ার কথা স্বীকারও করবেন না। অতএব কারও এ রকম প্ল্যান থাকলে এখনই তা বাতিল করা হোক।

এবার অমিতাভর হুমকি, যদি তাঁর চাহিদাকে সম্মান না করা হয়, তাহলে অজানা অচেনা কোনও জায়গায় চলে যাবেন তিনি, যার কথা কেউ জানবে না!