কলকাতা: 'রাত দখল করুক মেয়েরা'.. এই ডাক দিয়েই শুরু হয়েছিল আন্দোলনের ডাক। যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই ডাক নারী স্বাধীনতার। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রী এবং বিশিষ্টজনেরা। তবে এবার, ১৪ অগাস্ট রাত ১২টার আগে, শহর থেকে জেলায় ডাক দেওয়া হয়েছে মেয়েদের জমায়েতের। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন টলিউডের অধিকাংশ কলাকুশলীই। 


প্রথমে ঠিক হয়েছিল ১৪ তারিখ রাত ১১.৪৫ থেকে শুরু হবে জমায়েত। কলকাতার ৩টি জায়গায়। যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিটে। তবে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ডাক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে মধুমিতা সরকার, সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তীর মতো একাধিক নায়ক নায়িকারা। শুধু বিশিষ্টজনেরা নন, এই ডাক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যেও। যাঁরা কলকাতায় আসতে পারবেন না, আঞ্চলিকভাবে জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। 


আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বস্তিকা জানিয়েছেন, ১৩ অগাস্ট অর্থাৎ আগামীকাল মানিকতলা থেকে মিছিল করে যাওয়া হবে আরজি কর পর্যন্ত। এরপরে ১৪ অগাস্ট, ডানলপ, বনগাঁ, অশোকনগর, ইংলিশ বাজার মালদা, বারাসাত স্টেশন, হাবরা, আরামবাগ, রায়গঞ্জ ও একরকম অন্যান্য একাধিক জায়গায়। আন্দোলনের মূল দাবি, আরজি করের নির্যাতিতার সুবিচার ও নারী স্বাধীনতা। বারে বারে বর্তমানে যে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে, তার প্রতিবাদেই এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট তোলপাড় ফেলেছে এই ডাক। 


বর্তমান সমাজে দাঁড়িয়েও অনেকে মনে করেন, একা মেয়েরা রাতের রাস্তায় বেরোতে পারে না। সেই রাত্রে মেয়েদের ভয় পাওয়া আশঙ্কা যে এখনও একশো শতাংশ রয়েছে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরজি কর মেডিক্যাল কলেজ। রাতে, ডিউটি শেষে, নিজেরই কাজের জায়গায় প্রাণ হারাতে হল বছর ৩০ -এর এক জুনিয়র চিকিৎসককে। এখন, সেই চিকিৎসকের খুনের সুবিচারের আশাতেই তোলপাড় শহর। রাস্তায় নেমেছে মানুষ। কিন্তু এখনও প্রত্যেকের মনের কোণে জ্বলজ্বল করছে একটা প্রশ্ন চিহ্ন... আদৌ সুবিচার পাবে তো মেয়েটা? 



আরও পড়ুন: Shraddha-Rajkumar: 'ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছে', বলছেন শ্রদ্ধা, 'স্ত্রী' না থাকলে আমি থাকতাম না', মন্তব্য রাজকুমারের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।